যেকোন ওয়েবসাইটে বাংলা তারিখ যোগ করে নিন । (Bangla calendar javascript)

 



আগের একটি আর্টিকেলে কিভাবে যে কোন ওয়েব সাইটে বাংলা তারিখ যোগ করবেন সেটি দেখেছিলাম। শুধুমাত্র একটি কোড ব্যবহার করে সহজেই আপনার ওয়েবসাইটে বাংলা তারিখ দেখাতে পারেন। আগের বাংলা ক্যালেন্ডার স্ক্রিপ্ট কোডটি অনেক মানুষ ব্যবহার করেছেন। 

আজ বাংলা মাসের ১ই বৈশাখ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আগের বাংলা ক্যালেন্ডার স্ক্রিপ্ট কোডটি যারা ইউজ করতেন তাদের অনেকেই  বলেছেন নতুন বাংলা সনটি দেখাচ্ছে না।  যারা আগের কোডটি ইউজ করতেন তারা দয়া করে নতুন এই কোডটি আপডেট করে নিন। 

আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে যোগ করতে যান তবে আপনার ব্লগার Layout এ যান তারপর  Add a Gadget থেকে HTML/JavaScript যোগ করুন এবং  Content এ  শুধু আপনি নিচের  জাবাস্ক্রিপ্ট কোডটি কপি পেস্ট করুন ।

শুধু ব্লগার নয় অন্য যে কোন ওয়েবসাইটে যোগ করতে এই জাবাস্ক্রিপ্ট কোডটি ব্যবহার করতে পারেন ।

এখানে দুটি কোড আছে javascript এবং HTML। আপনি যে কোনোটি দিয়েই সহজে আপনার ওয়েবসাইটে বাংলা ক্যালেন্ডার যোগ করে নিতে পারেন। বর্তমানে অনেকেই হয়ত এই সাইট থেকে কোড কপি করতে পারছেন না তারা নিচ থেকে স্ক্রিপ্ট কোড ফাইল ডাউনলোড করে নিন। 


Download Bangla calender Script File


JavaScript Code 



HTML Code






Share This

0 Response to "যেকোন ওয়েবসাইটে বাংলা তারিখ যোগ করে নিন । (Bangla calendar javascript)"

Post a Comment

AD