Windows 10 Stop Data |
পিসি বা ল্যাপটপ আমরা যারা উইন্ডোজ ১০ ব্যবহার করি তাদের, একটি সমস্যা হচ্ছে ইন্টারনেটের ধীরগতি এবং অতিরিক্ত ডাটা কেটে যাওয়া। যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এটি একটি বড় সমস্যা অনেকে বুঝতেই পারেনা কিভাবে ডাটা কেটে গেল। ওয়াইফাই ব্যবহার কারি দের ক্ষেত্রেও ইন্টারনেট ধীর গতিতে কাজ করে।
উইন্ডোজ টেন কিছুদিন পর পর অটোমেটিক আপডেট হওয়া শুরু করে ফলে ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত ডাটা কাটতে থাকে এই সময় আপনার পিসির ইন্টারনেট ধীর গতির হয়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন কারণে অতিরিক্ত ডাটা কাটতে পারে। কি কারণে অতিরিক্ত ডাটা কাটছে সেটি বের করে আপনি খুব সহজেই বন্ধ করতে পারেন। প্রথমে দেখে নিন উইন্ডোজ ১০ এ অতিরিক্ত ডাটা কেটে যাওয়ার প্রধান কিছু কারন।
১. উইন্ডোজ আপডেট (Windows Update)
আপনার অতিরিক্ত ডাটা ব্যয় হওয়ার পিছনে এটি প্রধান কারণ। উইন্ডোজ টেন কিছুদিন পরপর অটোমেটিক আপডেট নেয় যে কারণে আপনার ডাটা কেটে যায়। উইন্ডোজ টেন এর অটোমেটিক আপডেট বন্ধ করতে সার্চ অপশনে গিয়ে টাইপ করুন services তারপর ইন্টার ক্লিক করুন।
এখন আপনি উইন্ডোজ ১০ এর সকল সার্ভিস গুলো দেখতে পাবেন স্ক্রল করে একেবারে নিচে চলে আসুন এবং Windows Update যদি Running থাকে সেটি Stop করে Disabled করে দিন।
২. মাইক্রোসফট ওয়ানড্রাইভ (Microsoft OneDrive)
উইন্ডোজ আপডেট বন্ধ করার পরও যদি আপনার অতিরিক্ত ইন্টারনেট কাটা বন্ধ না হয় তাহলে আপনার Microsoft OneDrive চেক করুন যদি এটি Enabled থাকে তবে Disabled করে দিন। মাইক্রোসফট ওয়ানড্রাইভ আপডেট ডিজেবল করতে সার্চ অপশনে Task Manager টাইপ করে এন্টার করুন।
Task Manager এ আসার পর Startup এ ক্লিক করুন তারপর নিচে লক্ষ্য করুন Microsoft OneDrive যদি Enabled থাকে তবে রাইট ক্লিক করে Disabled করে দিন।
এই দুইটি প্রধান কারনেই এই সাধারণত উইন্ডোজ ১০ এ অতিরিক্ত ডাটা কেটে যায় এবং ইন্টারনেট ধীর গতির হয়ে যায়। এর পরও যদি আপনার সমস্যাটি থেকে যায় তবে Task Manager থেকে Processes এ ক্লিক করুন এবং Network এর দিকে লক্ষ্য করুন কোন সফটওয়্যার টি সবচেয়ে বেশি ডাটা ব্যবহার করছে সেটির উপর রাইট ক্লিক করুন এবং End task ক্লিক করুন।
আশা করি এরপর আপনার অতিরিক্ত ডাটা কাটার সমস্যাটি আর থাকবে না এবং আপনার ইন্টারনেটের গতিও বেড়ে যাবে। ইন্টারনেটের ধীরগতি বা অতিরিক্ত ডাটা কাটার সমস্যাটি এরপর যদি থেকে যায় তবে আপনার রাউটার চেক করুন।
Tag:
How to stop windows 10 update
how to stop windows 10 update permanently
0 Response to "উন্ডোজ ১০ অতিরিক্ত ডাটা খরচ বন্ধ করুন এবং আপনার ইন্টারনেট গতি বাড়িয়ে নিন"
Post a Comment