ল্যাপটপের/ডেস্কটপে PUBG Mobile গেম খেলুন কোন প্রকার গ্রাফিক্স কার্ড/Emulator ছাড়া ।

PUBG! বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম। একটি বড় আইল্যান্ডে ১০০ জন প্লেয়ারকে প্লেন দিয়ে নামিয়ে দেওয়া হয়। তারা আইল্যান্ডের বিভিন্ন স্থান থেকে অস্ত্র, গুলি, আরমর ইত্যাদি সংগ্রহ করে একে অপরকে মারতে থাকে, এভাবে শেষ যে প্লেয়ার জীবিত থাকে সেই হয় বিজয়ী! এটাই হচ্ছে গেমটির কনসেপ্ট। গেমটি বর্তমানে এতটাই জনপ্রিয় যে গেমটির মতো আরো বেশ কয়েকটি গেমস বানানো হয়েছে তবে কেউই পাবজির মতো জনপ্রিয়তা লাভ করতে পারেনি।

আপনারা ইতিমধ্যেই জানেন যে PUBG গেমটির কম্পিউটার সংষ্করণটি ৩০ মার্কিন ডলার দিয়ে কিনে নিয়ে তারপর খেলতে হয়। যা বাংলাদেশি টাকায় ২৫০০ টাকার একটু বেশি। শখের বসে গেমটির পিসি সংষ্করণ কিনে নিলেন কিন্তু পিসি কয়েক বছরের পুরোনো হওয়ায় কিংবা ভালো মানের গ্রাফিক্স কার্ড না থাকলে গেমটি চালাতে কি পরিমাণ কস্ট করা লাগে সেটা যে এই পরিস্থিতির মধ্যে পড়ে সে-ই জানে। PUBG এর পিসি সংস্করণের মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে ৪র্থ প্রজন্মের কোর আই ৫ প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম এবং জিফোর্স জিটিএক্স ৯৬০ বা রাডিয়ন আর৭ ৩৭০ গ্রাফিক্স কার্ড। মানে ২ গিগাবাইটের গ্রাফিক্স কার্ড আর ৮ গিগাবাইট র‌্যাম হচ্ছে গেমটির নুন্যতম রিকোয়ারমেন্ট! এখানে তো ল্যাপটপে খেলার প্রশ্নই আসে না।
কিন্তু আমরা যারা ২৫০০ টাকায় গেমটি কিনে খেলতে চাই না আবার মোবাইলে পাবজি খেলে মজা পাই না আমার আজকের পোষ্টটি তাদেরই জন্য। আপনারা জানেন যে কম্পিউটারে Emulator এর মাধ্যমে এন্ড্রয়েড অ্যাপস চালানো যায়, যেখানে অ্যাপসগুলোকে এমুলেট করে আমাদের সামনে নিয়ে আসা হয়। আর পাবজির মোবাইল সংস্করণ যেহেতু একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তাই আপনিও এ গেমটিকে এমুলেটরের মাধ্যমে কম্পিউটারে খেলতে পারবেন। অনেকেই বলেন এমুলেটরে খেললে গেমের পূর্ণ স্পিড পাওয়া যায় না এবং এতেও পাওয়ারফুল পিসির দরকার হয়। এ কথাটি সত্য তবে আজকে আমি দেখাবো কিভাবে আপনি PUBG Mobile গেমটি আপনার কম্পিউটারে এবং ল্যাপটপে এক্সটারনাল কোনো গ্রাফিক্স কার্ড ছাড়াই  Intel HD গ্রাফিক্সে ল্যাগ ছাড়া স্মুথভাবে খেলবেন। উল্লেখ্য যে PUBG Mobile গেমটির কথা বলছি এখানে আমি PUBG Lite গেমের কথা বলছি না।



৪ গিগাবাইট র‌্যামের পিসি/ল্যাপটপের জন্য

যাদের পিসিতে ৪ গিগাবাইট বা তার বেশি র‌্যাম রয়েছে তারা সরাসরি অফিসিয়াল পাবজি মোবাইল এমুলেটর দিয়ে কম্পিউটারে PUBG Mobile গেমটি খেলতে পারেন। এখানে আপনি বলতে পারেন যে ইন্টারনেটে তো বেশ কয়েকটি এন্ড্রয়েড এমুলেটর রয়েছে, যেমন Bluestacks, MEMU, NOX ইত্যাদি। তবে এসকল এমুলেটের থেকে তুলনামুলকভাবে অনেক বেশি পারফরমেন্স পাবেন আপনি পাবজির অফিসিয়াল এমুলেটরে। এর নাম হচ্ছে Tencent Gaming Buddy ।  এটি একটি পাবজি exclusive এমুলেটর এবং এটি শুধুমাত্র পাবজি গেমটির জন্যই মডিফাই করে বানানো হয়েছে।

এমুলেটরটি ডাউনলোড লিংক ঃ https://tgb.qq.com/en/games/pubg.html

ডাউনলোড করে ইন্সটল করুন। দেখবেন পাবজি mobile গেমটি অটোমেটিক্যালি আপনার পিসিতে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে।
পাবজি মোবাইল গেমটির সাইজ হচ্ছে দেড় গিগাবাইটের মতো, আর এখানে ডাউনলোডের সময় আপনি গুগল প্লেস্টোরের স্পিড পাবেন না। তাই কিছুক্ষণ অপেক্ষা করুন।
গেমিং বাডিতে পাবজি মোবাইল ডাউনলোড হয়ে গেলে আপনি নিচের ছবির মতো প্লে বাটনটি পাবেন।
প্লে বাটনে ক্লিক করলে গেমটি এমুলেটরে চালু হবে। এবার মূল স্ক্রিণে আসার আগে যদি গেমটিতে কোনো আপডেট থাকে (যেমন গতকালের ১৬ মেগাবাইটের আপডেট) তাহলে সেটা হয়ে নিবে। মূল স্ক্রিণে আসার পর আপনার একাউন্ট দিয়ে লগ ইন করুন।
আপনার একাউন্টে লগ ইন করার পর দেখবেন স্মার্টফোনে পাবজি খেলার সময় যা যা পেতেন তার সবই এখানে রয়েছে। কারণ এটা স্মার্টফোনের পাবজি মোবাইল গেমটিই জাস্ট এখানে আপনি কম্পিউটারে মাউসের এবং কিবোর্ডের সাহায্যে খেলবেন। মেইন মেন্যু তে সেটিংস অপশনে চলে আসুন।
সেটিংস থেকে গ্রাফিক্স সেটিংস ঠিক করে নিন। গ্রাফিক্স সেটিংসয়ে যতক্ষন না আপনি ফ্রেম রেটে Extreme অপশনটি না পাচ্ছেন ততক্ষন Graphics অপশনটি কমিয়ে আনতে থাকুন। এখানে আমার ল্যাপটপে শুধুমাত্র Smooth সেটিংয়ে Extreme ফ্রেমরেট আনলক হয়।
এবার একদম ডানদিকের এমুলেটরের কিবোর্ড চিহ্নে ক্লিক করুন তাহলে কিবোর্ডের কি সেটিংস পাবেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কিবোর্ডের সেটিংস করে নিন।

এবার গেমটি খেলা শুরু করে দিতে পারেন।

মনে রাখবেন এটিও একটি এমুলেটর, তাই এখানেও গেমটি স্মুথ ভাবে চালাতে হলে আপনার অন্তত সাধারণ মানের একটি গ্রাফিক্স কার্ডের দরকার হবে অথবা গ্রাফিক্স কার্ড না থাকলেও আপনার প্রসেসরকে হালকা পাওয়ারফুল হতে হবে (যেমন পঞ্চম প্রজন্মের কোর আই ৩ বা ৫)।
Share This

0 Response to "ল্যাপটপের/ডেস্কটপে PUBG Mobile গেম খেলুন কোন প্রকার গ্রাফিক্স কার্ড/Emulator ছাড়া ।"

Post a Comment

AD