প্রথমেই বলে নিচ্ছি এন্ড্রয়েডে এর সেরা ৫ ব্রাউজার রিভিউ সম্পুর্ন আমার নিজেত মতামত এবং অভিজ্ঞতা থেকে। আমি প্রত্যেকটা ব্রাউজার এর বৈশিষ্ট্য এবং কেন ব্রাউজার গুলোকে সেরা বলছি তা বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব।
১. Chrome Browser
প্লে স্টোরে যে কয়েকটা ব্রাউজার এপ্স আছে তার মধ্য ক্রোম ব্রাউজার কেই সবার সেরা বলা যাই।
ইউটিউবারদের জন্য এটি নিসন্দেহে অনেক ভালো একটি ব্রাউজার। ডেস্কটপ মোডে ব্রাউজিং এর জন্য এটি খুব ভালো একটি ব্রাউজার। আপনার নিরাপদ ব্রাউজিং এর জন্য বেছে নিতে পারেন গুগলের ক্রোম ব্রাউজার।
২. Puffin Browser Puffin Browser এর বেশ কয়েকটি ফিচার আমার সত্যি খুভ ভালো লেগেছে। আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে ডেক্সটপ ব্রাউজিং এর সম্পূর্ণ সাধ নিতে চাইলে এখনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন এই ব্রাউজারটি। Puffin Browser এ আছে মাউস, গেইম পেড, এক্সটারনাল কিবোর্ড ফিচার। অনলাইনে গেইম খেলা , অনলাইনে এপ্স তৈরি ডেক্সটপ ব্রাউজিং এর সকল কিছুই Puffin Browser মাধ্যমে করা সম্ভব। ৩. Dolphin Browser দ্রুত ইন্টারনেট ব্রাউজিং এর জন্য এটি খুব ভালো একটি ব্রাউজার। Dolphin Browser দিয়ে ফাইল আপলোড ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। এটিতে কম্পিউটার ব্রাউজার এর Add-ons যোগ করতে পারবেন। সম্পুর্ন ডেক্সটপ মোডে আপনি ব্রাউজিং করতে পারবেন। ৪. Opera Mini অপেরা মিনি এর সাথে পরিচয় আমার যখন আমি জাবা মোবাইল ব্যবহার করতাম তখন থেকেই এই ব্রাউজারটি আমার অনেক ভালো লাগত। এন্ড্রয়েডের ব্রাউজার হিসাবেও অপেরা মিনি খুব ভালো একটি ব্রাউজার। অপেরা মিনি ডাটা শাশ্রয়ী। তাই আপনি Wifi ব্যবহার কারি না হলে Opera mini ব্যবহার করতে পারেন এতে আপনার ডাটা শাশ্রয় হবে। ৫. Uc Browser এন্ড্রয়েড ব্রাউজার জনপ্রিয়তার শীর্ষে UC ব্রাউজার আছে বলাই যায়। এর বেশ কয়েকটি গুনের কারনে এটি এত জনপ্রিয়তা অর্জন করেছে। তার মধ্য অন্যতম হচ্ছে এড ব্লকার। তাছাড়া ফাস্ট ডাউনলোড হিসাবেও খ্যাতি রয়েছে Uc ব্রাউজার এর। তাছাড়া Uc দিয়ে ব্রাউজিং এর সময় আপনি চাইলে আপনার দেশে ব্যান করা হয়েছে এমন একটি ওয়েবসাইট এ কোন ভিপিএন ছাড়াই ডুকতে পারবেন। এত জনপ্রিয়তার পরেও Uc এর কিছু বাজে এডের জন্য অনেকে বিরক্ত বোধ করেন। যতটুকু পেরেছি উপস্থাপন করার চেস্টা করেছি। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে রিভিউ করেছি তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনার প্রিয় ব্রাউজার কোনটি।
২. Puffin Browser Puffin Browser এর বেশ কয়েকটি ফিচার আমার সত্যি খুভ ভালো লেগেছে। আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে ডেক্সটপ ব্রাউজিং এর সম্পূর্ণ সাধ নিতে চাইলে এখনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন এই ব্রাউজারটি। Puffin Browser এ আছে মাউস, গেইম পেড, এক্সটারনাল কিবোর্ড ফিচার। অনলাইনে গেইম খেলা , অনলাইনে এপ্স তৈরি ডেক্সটপ ব্রাউজিং এর সকল কিছুই Puffin Browser মাধ্যমে করা সম্ভব। ৩. Dolphin Browser দ্রুত ইন্টারনেট ব্রাউজিং এর জন্য এটি খুব ভালো একটি ব্রাউজার। Dolphin Browser দিয়ে ফাইল আপলোড ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। এটিতে কম্পিউটার ব্রাউজার এর Add-ons যোগ করতে পারবেন। সম্পুর্ন ডেক্সটপ মোডে আপনি ব্রাউজিং করতে পারবেন। ৪. Opera Mini অপেরা মিনি এর সাথে পরিচয় আমার যখন আমি জাবা মোবাইল ব্যবহার করতাম তখন থেকেই এই ব্রাউজারটি আমার অনেক ভালো লাগত। এন্ড্রয়েডের ব্রাউজার হিসাবেও অপেরা মিনি খুব ভালো একটি ব্রাউজার। অপেরা মিনি ডাটা শাশ্রয়ী। তাই আপনি Wifi ব্যবহার কারি না হলে Opera mini ব্যবহার করতে পারেন এতে আপনার ডাটা শাশ্রয় হবে। ৫. Uc Browser এন্ড্রয়েড ব্রাউজার জনপ্রিয়তার শীর্ষে UC ব্রাউজার আছে বলাই যায়। এর বেশ কয়েকটি গুনের কারনে এটি এত জনপ্রিয়তা অর্জন করেছে। তার মধ্য অন্যতম হচ্ছে এড ব্লকার। তাছাড়া ফাস্ট ডাউনলোড হিসাবেও খ্যাতি রয়েছে Uc ব্রাউজার এর। তাছাড়া Uc দিয়ে ব্রাউজিং এর সময় আপনি চাইলে আপনার দেশে ব্যান করা হয়েছে এমন একটি ওয়েবসাইট এ কোন ভিপিএন ছাড়াই ডুকতে পারবেন। এত জনপ্রিয়তার পরেও Uc এর কিছু বাজে এডের জন্য অনেকে বিরক্ত বোধ করেন। যতটুকু পেরেছি উপস্থাপন করার চেস্টা করেছি। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে রিভিউ করেছি তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনার প্রিয় ব্রাউজার কোনটি।
0 Response to "এন্ড্রয়েড এর জন্য সেরা ৫ টি ব্রাউজার।"
Post a Comment