আমরা সচারআচার যখন মোবাইল থেকে কোন ফাইল কম্পিউটারে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তখন USB ক্যাবল ব্যবহার করি অথবা ব্লটুথ দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে ফাইল টান্সফার করে থাকি।
অনেক সময় ক্যাবল কাছে থাকে না বা ক্যাবল লাগানোটা ঝামেলার মনে হয়। আবার ব্লটুথ দিয়ে ফাইল ট্রান্সফার এ অনেক সময় নেয়।
তবে আপনি চাইলে কোনো ক্যাবল সংযোগের ঝামেলা ছাড়াই আপনার মোবাইলের সব কন্টেন্ট কম্পিউটারে ট্রান্সফার করতে পারেন। আশ্চর্য শোনালেও, মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে ইউএসবি ক্যাবল ছাড়াই অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায়।
অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- প্রথমে আপনি আপনার মোবাইলে ES File Explorer এপ্সটি প্লে স্টোর থেকে নামিয়ে নিন।
- এখন আপনার মোবাইল এর হটস্পট চালু করুন এবং আপনার PC/Laptop এর WIFi চালু করে আপনার মোবাইল এর হটস্পট এর সাথে কানেক্ট দিন। অথবা আপনার মোবাইল এবং পিসি একই WiFi এর সাথে কানেক্ট রাখুন।
- এখন ES File Explorer এপ্সটি ওপেন করুন। ES File Explorer ওপেন করার পর উপরে বাম পাশের মেনু আইকনটিতে ক্লিক করুন।
- মেনু থেকে Network অপশনে ক্লিক করুন এবং View on Pc নামে একটি অপশন পাবেন ক্লিক করুন।
- এখন নিচের দিকে দেখুন Turn on লিখা আছে ক্লিক করুন।
- Turn on এ ক্লিক করার পর আপনার ES FTP Server চালু হয়ে যাবে এবং একটি ftp লিংক দেখতে পাবেন।
- এখন আপনার পিসি থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এবং ES File Explorer এ আপনি যে ftp লিংকটি পেয়েছেন সেটি লিখুন এবং এন্টার করুন।
- এখন দেখুন আপনি আপনার মোবাইল এর সমস্ত ফাইল দেখতে পারছেন। এখন এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলটি ডাউনলোড করে নিন।
বিষয়টি শুধু USB ক্যাবল ছাড়া ফাইল টান্সফারই নয় আপনি ছোট খাট একটা লোকাল সার্ভারের অভিজ্ঞতা পাবেন।
কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখে ফেলবেন।
আবারো অতুন কোন বিষয় নিয়ে হাজির হব টপএক্সপার্টবিডিতে।
0 Response to "মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করুন USB ক্যাবল ছাড়াই। "
Post a Comment