আমরা যখন বাজেরে স্মর্টফোন কিনতে যাই তখন যে বিষয় গুলি দেখি তা হচ্ছে মোবাইল এর RAM কত, ইন্টারনাল স্টোরেজ কত, ব্যাটারি ব্যাকাপ কেমন, ক্যামেরা কত মেগা পিক্সেল ইত্যাদি। কিন্ত ফোনের এমন অনেক গুরুত্বপূর্ণ ফিচার থাকে, যে গুলি নিয়ে আমরা চিন্তাভাবনা করি না বললেই চলে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেডিয়েশন লেভেল।
ফোনের মধ্যে থাকা ট্রান্সমিটিং ডিভাইস থেকে সব সময় অদৃশ্য রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ নির্গত হয়। সেই তরঙ্গ নিঃসরণের হার একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আমাদের শরীরের তেমন ক্ষতি করে না। কিন্তু এই রেডিয়েশন লেভেল প্রতি কিলোগ্রামে ১.৬ ওয়াটের বেশি হলে মানবদেহে মারাত্বক প্রবাব পড়ে।
সেকারণে মোবাইল ফোনে রেডিয়েশনের মাত্রাটা নিরাপদ কিনা সেটা জানাটাও কিন্তু জরুরি। ফোনের রেডিয়েশনের পরিমাপ করা হয় ‘এসএআর ভ্যালু’ দিয়ে। প্রতিটি মোবাইল ফোনের ইউজার ম্যানুয়ালে ফোনের এসএআর ভ্যালু উল্লেখ করে থাকে।
জনপ্রিয় কিছু ব্যন্ডের মোবাইলের রেডিয়েশন লেভেল নিচে দেয়া হল।
iPhone 6:>> 1.59 W/kg
LG G3:>> 0.99 W/kg
LG G2:>> 1.44 W/kg
Samsung Galaxy Note 2:>> 0.42 W/kg
Samsung Galaxy Note 3:>> 1.07 W/kg
Samsung Galaxy Note 4:>> 1.20 W/kg
Samsung Galaxy S5:>> 1.28 W/kg
HTC One (M8):>> 1.29 W/kg
আপনি চাইলে খুব সহজেই আপনার মোবাইল এর রেডিয়েশন লেভেল চেক করে নিতে পারেন, এজন্য ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#07# টাইপ করুন। তাহলেই আপনার স্ক্রিনে ফুটে উঠবে আপনার ফোনের রেডিয়েশনের মাত্রা।
তাছাড়া আপনি ডায়েল প্যাড থেকে *#*#4636#*#* টাইপ করে Phone Information, Usage statistics,
Wi-Fi information, জেনে নিতে পারেন।
0 Response to "মোবাইলের রেডিয়েশন লেভেল চেক করুন খুব সহজেই।"
Post a Comment