কাস্টম রম এন্ড্রয়েডে বিন্নভিন্ন মোবাইলের ফিচার উপভোগ করার সেরা মাধ্যম।
কাস্টম রম কি?
প্রত্যেক এন্ড্রয়েডে মোবাইলের মধ্য উক্ত কম্পানির এবং মোবাইলের ভার্সন, মডেল অনুযায়ী একটি স্টক রম ইনিস্ট দেয়া থাকে যার মাধ্যমে মোবাইল এর ফিচার লোড হয়।
উদাঃ আপনার মোবাইলটি দরুন symphony P6 এখন আপনার মোবাইলের সেটিং সিস্টেম, মোবাইল এর তথ্য সব Symphony P6 দেখাবে। এটাই স্টক রম। আর আপনি যদি চান না আর P6 না আমার মোবাইলটা Samsung j5 বানিয়ে ফেলি তাহলে আপনাকে sumsung j5 এর রম এনে ফ্লাস দিতে হবে এটাই কাস্টম রম।
ভালো না খারাপ।?
কাস্টম রম মুলত সখের বসে মজা করে ইনিস্টল দেয় অন্যরকম অভিজ্ঞতার জন্য। আবার অনেকের মোবাইল এর সকল তথ্য পরিবর্তঅনের জন্যো ব্যবহার করে। খারাপ বলতে বলব অনেক এপস রান হতে সমস্যা করে। আবার Hack হওয়ার সম্ভাবনা আছে।
নিজেই আশা করি বুজে গেছেন।
আজকের মত এখানেই শেষ
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "কাস্টম রম কি? ভালো না খারাপ!"
Post a Comment