ফ্রি ইন্টের নেট আনলিমিটেড না দিতে হবে কোন অপোরেটরকে টাকা না দিতে হবে কোন ব্রডব্যান্ড এর মালিককে। শুধু মোবাইলে চার্জ আর একটা সিম তাহলেই আনলিমিটেড ফ্রি ইন্টারনেট। হ্যাঁ এমনি ভাবে ফ্রি ইন্টারনেট ব্যবহার করেছেন এমন মানুষ অনেক আছে। সর্বশেষ যে আকাশ ছোয়া ফ্রি নেটা চালিয়েছেন তা আকাশ ভিপিএন ( Skyvpn) দিয়ে। আকাশভিপইএন বন্ধ করে অন্ধ করে দিয়েছে আমাদের জপি মামা। যদিও আকাশ বাহীনি তাদের ফেইসবুক পেইজে বলেছিল তারা এর সমাধান নিয়ে আসবে তার পরো একের পর এক আপডেটেও আর সমাধান আসেনি সত্যি বলতে কি ভাই যে যায় সে আর কখনো আসে না এই জীবনে আকাশ আর আসবে না। যারা অনেক আগে থেকে ফ্রি নেট চালান তারা অবশ্যই বুজতে পেরেছেন সেই ২০১৩ সাল প্রথম ফ্রি নেট চালিয়েছিলাম আমার জাবা মোবাইল দিয়ে পক্সি সার্ভার দিয়ে ২জি ছিল তাই স্পিড ছিল ২০/২৫ কেবি। বেশ কয়েক মাস চালিয়েছিলাম পরে জিপি টের পেয়ে বন্ধ করে দেয়। এর পর প্রথম ৩জিতে ফ্রি নেট ব্যবহার করি ২০১৪/১৫ হবে জিরু ভিপিএন দিয়ে বাহ কি মজা কি স্পিড। এটাই ফাস্ট ভিপিএন দিয়ে ফ্রি নেট চালানো। ৪/৫ মাস পরে এটাও বন্ধ হয়ে যায়। তখন হোয়াটস অপ ফ্রি ছিল জিপিতে গ্রুপ করে মুভি দেওয়া নেওয়া বেশ ভালই লাগত যদিও শুধু হোয়াটস এপ ফ্রি ছিল কিন্তু প্রতিদিন ১জিবির উপরে ব্যবহার করতাম। এর পর আবার ফ্রিডম ভিপিএন দিয়ে অনেক দিন ফ্রি নেট চালাই। টিউনাল ভিএন দিয়ে ফেইসবুক পক্সি ব্যবহার করে। এরকম আরো অনেক ভিপিএন & পক্সি ব্যবহার করে ফ্রি নেট চালিয়েছি। এর পর দখা হয় ড্রয়িড ভিপিএন (droid vpn) এর সাথে। অনেক চালিয়েছি ড্রয়িড দিয়ে। এর পর আবার জিপি ইজিনেট (২০১৭) এটাও ভাইরাল হয়েছিল অনেকে চালাত।
সেটাও বন্ধ হয়ে ছিল। এরপর ২০১৮ তে আকাশভিপিএন দিয়ে এটা বাংলাদেশের ৮০% লোকে চালাত নেট ব্যবহার কারির। শোকাবহ আগস্টে সেটাও বন্ধ হয়ে যায়। তবে আমি এখনো ফ্রি নেট চালাচ্ছি।
অনেক লেখা লেখি করেছি আজ আর নয় পরবর্তীতে লেখব কেন ফ্রি নেট চলে? কিভাবে নিজেই ফ্রি নেট খুজে বের করব। এখন কোন ফ্রি নেট চলে এই সব নিয়ে তবে শুধু একটু উৎসাহ চাই প্লিজ শেয়ের করে কমেন্ট করুন।
সেটাও বন্ধ হয়ে ছিল। এরপর ২০১৮ তে আকাশভিপিএন দিয়ে এটা বাংলাদেশের ৮০% লোকে চালাত নেট ব্যবহার কারির। শোকাবহ আগস্টে সেটাও বন্ধ হয়ে যায়। তবে আমি এখনো ফ্রি নেট চালাচ্ছি।
অনেক লেখা লেখি করেছি আজ আর নয় পরবর্তীতে লেখব কেন ফ্রি নেট চলে? কিভাবে নিজেই ফ্রি নেট খুজে বের করব। এখন কোন ফ্রি নেট চলে এই সব নিয়ে তবে শুধু একটু উৎসাহ চাই প্লিজ শেয়ের করে কমেন্ট করুন।

0 Response to "আজীবন ফ্রি ইন্টারনেট ও আমার অভিজ্ঞতা। "
Post a Comment