মামুন সাহেব প্রতিদিনের মত অফিস থেকে বাসায় ফিরলেন কিন্তু আজ বড্ড বেশি হাপিয়ে গেছেন তাই তার বউ জিজ্ঞাস করল কি হয়েছে এমন হাপাচ্ছ কেন?
মামুন সাহেব ঃ আর বলনা বড্ড প্রানে বেচেছি আজ আমাদের অফিসে আগুন লেগে অনেকে আহত হয়েছে।
বউ ঃ কি বল তখন তুমি কই ছিলে
মামুন সাহেব ঃ সিগেরেট খেতে বাহিরে গিয়েছিলাম তাই তো প্রান রক্ষা পেল।
বউ ঃ এজন্যই আমি বলি সিগেরেট খাওয়া স্মার্টনেস দেখলেত আজ সিগেরেটের জন্যি প্রানে বাচলে।
কিছু খন পর মামুন সাহেবের বউ টিভি ছেড়ে দেখল হতাহতদের সবার পরিবারকে ৫০ লক্ষ করে টাকা দেওয়া হবে।
তাই দেখে চেচিয়ে উঠলেন মামুন সাহেবের বউ কত বার বলেছি সিগেরেট খেওনা কে শুনে কার কথা আজ এই ৫০ লক্ষ টাকা হাত ছাড়া হল সিগেরেট খাওয়ার জন্য। শেষ মেষ মামুন সাহেব ওয়াদা করল সিগেরেট খাবে না এই বলে বউকে শান্ত করল।
প্রায় ৬ মাস পর আবার মামুন সাহেব গম্বির মুখে বাড়ি ফিরলেন তাই দেখে আবার তার বউ জিজ্ঞাস করল কি হয়েছে?
তখন মামুন সাহেব বলল আমাদের অফিসের যারা সিগেরেট খায় তাদের সবাইকে ৬ মাসের জন্য কক্সবাজার টান্সফার করে দিচ্ছে।
বউ ঃ কি বল এতে মন খারাপের কি আছে আমার অনেক ইচ্চা লম্বা সময় দরে কক্সবাজারে থাকব যাক সেই ইচ্ছা টা পুর্ন হল আসলে সব কিছু তুমি অই সিগেরেট খাও বলেই হয়েছে।
মামুন ঃ কিন্তু আমারত কক্সবাজার টান্সফার হয়নি তুমি বলার পর থেকেই আমি সিগেরেট ছেড়ে দিয়েছি।
বউ ঃ বউ অমনি রাগে তুমি কেমন পুরুষ মানুষ বউ বললেই সিগেরেট ছেড়ে দিতে হয়। যে বউয়ের এক কথায় সিগেরেটের ছাড়তে পারে সে বউকেও ছাড়তে পারে তাই তুমার সংসারে আর নেই আমি।
0 Response to "বউ বললেই সিগেরেট ছেড়ে দিতে হয়! "
Post a Comment