.mp4 .exe .apk .pdf এইসবের মানে কি?

আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে .mp4 .exe .apk .pdf এই সবের মানে কি?  অনেকে জানেন অনেকেই জানেন না তাদের জন্যই আমার আজকের এই পোস্ট।  এগুলোকে  (File extension)  ফাইল ফরম্যাট বলে।  এই সব ফাইল ফরম্যাট এর সংখ্যা কত?  সত্যিকার অর্থে এর সংখ্যা আনলিমিটেড প্রোগ্রাম এর ভাষা দরিয়ে দিয়ে আপনি নিজেই একটি ফাইল ফরম্যাট তৈরি করতে পারেন।  আসুন কিছু জনপ্রিয় এবং আমাদের প্রতিদিনের সংগি এমন কিছু ফাইল ফরম্যাট এর সাথে পরিচিত হই।
প্রথমেই ইমেইজ ঃ
.jpeg যার ফুল মেনিং হল  Join photography exports Group
এর পরে যেটি ব্যবহার করি সেটি হল,
.gif যার ফুল মেনিং  Graphic interchange formet
এর পর যেটি লগো পেন্টিং এ ব্যবহার করি সেই ফরম্যাটটি হচ্ছে,
.Png যার ফুল মেনিং  Porteble Network graphic
দেখুন ফরম্যাট গুলোর নাম করনে যতার্থতা রয়েছে।
এর পর আসি ভিডিও ঃ
মোস্ট কমন ফরম্যাট হচ্ছে,
.mp4 যার ফুল মেনিং   Moving Picture exports Group 4
এর পর আছে,
. Avi যার ফুল মেনিং  Audio video interchange
ভিডিওর আরেকটা জনপ্রিয় ফরম্যাট,
.mvk যার ফুল মেনিং materoska video
ভিডিওর আরো ফরম্যাট আছে তবে আজ এই পর্যন্তই পরে আরো অন্যান্য  Extension নিয়ে আলোচনা করব।

Share This

0 Response to ".mp4 .exe .apk .pdf এইসবের মানে কি?"

Post a Comment

AD