সমাজে কোট শোর্ট শুধু নিজেকে ফুটিয়ে তুলে না। আমাদের পোশাকই আমাদের ব্যক্তিতর পরিচয় দিয়ে থাকে। তবে আপনি যত ভালো পোষাকি পরেন না কেন কিছু ভুল আছে যা করলে কখনই সেই পোষাক আপনার ব্যক্তিত্বকে ভালো বাবে পেশ করবে না সবার কাছে বরং আপনার যেই পোষাকি থাকক না কেন যদি সঠিক ভাবে গুছাতে পারেন তবে সেটিই হবে আপনার জন্য সেরা। তো চলুন জেনে নিই কোন কোন ভুল গুলো করা থেকে আমরা বিরত থাকব।
১. জুতা, হ্যাঁ নিজেকে ভালো ভাবে ফুটিয়ে তুলতে জুতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। কারন কথায় আছে জুতা দেখেই নাকি বুজা যায় একজনের ব্যক্তিত্ব।
২, টাই, যদি আপনি টাই বাদতে হয় তবে তা ভালোবাবে বাদেন এটা একটা বড় দিক। বাসায় টাই বেদে প্রেক্টিস করতে পারেন।
৩, শার্টের কলার, সবসময় খেয়াল রাখুন আপনার শার্টের কলার ঠিক আছে কিনা।
৪, শার্ট ইন করা, আপনি যদি শার্ট ইন করে পরেন তবে অবশ্যই ভালোবাবে ইন করবেন বাসায় ইন করে প্রক্টিস করবেন আর তা যেন আপনি বাসা থেকে বের হওয়ার পরো ঠিক থাকে।
৫, চশমা, যদি চশমা ব্যবহার করে থাকেন তবে ভালো বাবে নজর দিন কেনার সময় আপনার সাথে সেটি মানাচ্ছে কিনা।
উপরের পাচটি বিষ আপনি নিজেই ভেবে দেখুন এগুলো যদি ঠিক না থাকে তবে নিজেকে আনফিটনেস লাগবে। আপনার যতই মুল্যায়ন থাকনা কেন আপনার ব্যক্তিত্ব আপনাকে ছোট করে পরিচয় দিবে সমাজের কাছে।
0 Response to "যে পাচটি জিনিস নিজের ব্যক্তিত্ব প্রকাশ করে।"
Post a Comment