নতুন চমক নিয়ে আসছে উইন্ডোজ ১০ যুক্ত হচ্ছে রোবট ওএস

মাইক্রোসফট পরীক্ষামূলকভাবে উইন্ডোজের জন্য রোবট অপারেটিং সিস্টেম (আরওএস ১) উন্মুক্ত করার ঘোষণা করেছে। এটি মেশিন লার্নিং (এমএল), কম্পিউটার ভিশন, ইন্টারনেট অব থিংস, ক্লাউড সেবা ও মাইক্রোসফটের অন্যান্য প্রযুক্তির মতো। মাইক্রোসফট স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত রসকন ২০১৮ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে। আমাডিও বলেন, ‘রোবোটিকসের ক্ষেত্রে বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করছে উইন্ডোজ। এ ক্ষেত্রটিকে আরও উন্নত করতে কাজ করছে মাইক্রোসফট।’ আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার মাইক্রোসফটের ইন্টারনেট অব থিংসের (আইওটি) প্রধান সফটওয়্যার প্রকৌশলী লু আমাডিও এক ব্লগ পোস্টে লিখেছেন, আরওএস ইকোসিস্টেমের উইন্ডোজ ১০ ইন্টারনেট অব থিংস এন্টারপ্রাইজ সলিউশনের ক্ষেত্রে উন্নতির ফলে এতে ব্যবস্থাপনার সুবিধা ও নিরাপত্তা বাড়বে। আরওএস মূলত একটি লাইব্রেরি ও টুলসের বিশেষ সেট, যা জটিল রোবট তৈরিতে ব্যবহৃত হয়। উইন্ডোজ ১০ আইওটি এন্টারপ্রাইজ আইওটি ডিভাইসকে আরও নিরাপদ করবে।
Share This

0 Response to "নতুন চমক নিয়ে আসছে উইন্ডোজ ১০ যুক্ত হচ্ছে রোবট ওএস "

Post a Comment

AD