শুরুটা বেশ ভালোই খেলেছিল বাংলাদেশ। শুরুতেই লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ এই দুই জন ওপেনিং ব্যটসমেন করেন ১২০ রানের জুটি। মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসের এই দূরদান্ত জুটি ভেঙে দেন কেদার যাদব। প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে ৫৯ বলে তিন চারে ৩২ রান করে ফিরেন মিরাজ।
২২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২৪/১। ক্রিজে লিটন দাসের সঙ্গী ইমরুল কায়েস।
ইমরুল কায়েস কিছুটা দেখে খেলার চেস্টা করেন কিন্তু মাঠে টিকতে পারেনি ইমরুল কায়েস।
তার পর একের পর এক উকেট।
একাই খেলা দরে রাখতে চেয়েছিল লিটন দাস। তবে কিছুটা বিতর্কিত স্টাম্পড হয়ে ফিরে যান লিটন দাস।
বাঁহাতি রিস্ট স্পিনারের গুগলি পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন লিটন। বলে ব্যাটে করতে না পারায় পেছনের পা বেরিয়ে আসে। সুযোগ কাজে লাগিয়ে দ্রুত বেলস ফেলে দেন মহেন্দ্র সিং ধোনি।
১১৭ বলে ১২ চার ও দুই ছক্কায় ১২১ রান করে ফিরে যান লিটন।
তবে এই স্টম্পড আউট নিয়ে বিতর্কের শেষ নেই। থার্ড আম্পিয়ারের এই সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেনি।
শেষ পর্যন্ত বাংলাদেশ দলীয় ২২২ রানে গুটিয়ে যায়।
বোলিংয়ে এসেই সাফল্য পেলেন মাশরাফি বিন মুর্তজা। দারুণ এক ডেলিভারিতে ফিরিয়ে দিলেন টপ অর্ডার ব্যাটসম্যান অম্বাতি রাইডুকে।
অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল রাইডুর ব্যাটের কানা ছুয়ে জমা পড়ে মুশফিকের গ্লাভসে। চার ওভারের মধ্যে ভারত হারায় দ্বিতীয় উইকেট।
৭ বলে ২ রান করে ফিরেন রাইডু। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৪৮/২। ক্রিজে রোহিত শর্মার সঙ্গী দিনেশ কার্তিক।
রোহিত শর্মা হয়ে উঠেছিল বাংলাদেশ এর জন্য বিপদজনক কিন্তু রুবেল এসে মাঠ ছাড়া করে রোহিত শর্মাকে।
ভারতের শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৬ রান। ৬ বলে ৬ রান উত্তেজনা ময় এই মূহুর্তে মাশরাফি বল তুলে দেন মাহমুদউল্লাহর হাতে ৫ বলেই খেলা ড্র করে ভারত ১ বলে ১ সেই রানটিও করে নেই ভারত।
শেষ পর্যন্ত এশিয়া কাপ ২০১৮ চলে যায় ভাররের হাতে।
২২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২৪/১। ক্রিজে লিটন দাসের সঙ্গী ইমরুল কায়েস।
ইমরুল কায়েস কিছুটা দেখে খেলার চেস্টা করেন কিন্তু মাঠে টিকতে পারেনি ইমরুল কায়েস।
তার পর একের পর এক উকেট।
একাই খেলা দরে রাখতে চেয়েছিল লিটন দাস। তবে কিছুটা বিতর্কিত স্টাম্পড হয়ে ফিরে যান লিটন দাস।
বাঁহাতি রিস্ট স্পিনারের গুগলি পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন লিটন। বলে ব্যাটে করতে না পারায় পেছনের পা বেরিয়ে আসে। সুযোগ কাজে লাগিয়ে দ্রুত বেলস ফেলে দেন মহেন্দ্র সিং ধোনি।
১১৭ বলে ১২ চার ও দুই ছক্কায় ১২১ রান করে ফিরে যান লিটন।
তবে এই স্টম্পড আউট নিয়ে বিতর্কের শেষ নেই। থার্ড আম্পিয়ারের এই সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেনি।
শেষ পর্যন্ত বাংলাদেশ দলীয় ২২২ রানে গুটিয়ে যায়।
বোলিংয়ে এসেই সাফল্য পেলেন মাশরাফি বিন মুর্তজা। দারুণ এক ডেলিভারিতে ফিরিয়ে দিলেন টপ অর্ডার ব্যাটসম্যান অম্বাতি রাইডুকে।
অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল রাইডুর ব্যাটের কানা ছুয়ে জমা পড়ে মুশফিকের গ্লাভসে। চার ওভারের মধ্যে ভারত হারায় দ্বিতীয় উইকেট।
৭ বলে ২ রান করে ফিরেন রাইডু। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৪৮/২। ক্রিজে রোহিত শর্মার সঙ্গী দিনেশ কার্তিক।
রোহিত শর্মা হয়ে উঠেছিল বাংলাদেশ এর জন্য বিপদজনক কিন্তু রুবেল এসে মাঠ ছাড়া করে রোহিত শর্মাকে।
ভারতের শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৬ রান। ৬ বলে ৬ রান উত্তেজনা ময় এই মূহুর্তে মাশরাফি বল তুলে দেন মাহমুদউল্লাহর হাতে ৫ বলেই খেলা ড্র করে ভারত ১ বলে ১ সেই রানটিও করে নেই ভারত।
শেষ পর্যন্ত এশিয়া কাপ ২০১৮ চলে যায় ভাররের হাতে।

0 Response to "আর কত সপ্ন ভঙ্গ হবে বাংলাদেশের। "
Post a Comment