মোবাইল দিয়ে এইচটিএমএল প্র্যাকটিস করার সেরা পাঁচটি উপায়
কম্পিউটার বা ল্যাপটপে ফাইল ম্যানেজারে এইচটিএমএল ফাইল তৈরি করে যে কোন ব্রাউজার থেকে খুব সহজেই এর আউটপুট দেখা যায়। কিন্তু মোবাইল দিয়ে এইচটিএমএল প্র্যাকটিস করাটা একটু কঠিন। মোবাইল দিয়ে এইচটিএমএল ফাইল তৈরি করা যায় না আবার এইচটিএমএল ফাইল তৈরি করা গেলেও সিএসএস সহ আউটপুট দেখা যায় না। মোবাইল দিয়ে এইচটিএমএল প্র্যাকটিস করার জন্য প্লে স্টোর অসংখ্য অ্যাপস আছে কিন্তু অধিকাংশই ভালো আউটপুট দেয় না যার ফলে আপনি হয়তো আশানুরূপভাবে এইচটিএমএল প্র্যাকটিস করতে পারছেন না। আজকে মোবাইল দিয়ে এসটিআর প্র্যাকটিস করার জন্য সেরা পাঁচটি উপায় বলবো।
১. AIDE Web
মোবাইল দিয়ে এইচটিএমএল প্র্যাকটিস করার জন্য তালিকায় এক নম্বর স্থানে আছে AIDE Web এই অ্যাপসটি। এটি দিয়ে আপনি খুব সহজে এইচটিএমএল প্র্যাকটিস করতে পারবেন শুধু তাই নয় আপনি যদি এইচটিএমএল শিখতে চান তাহলে খুব সহজেই শিখতে পারবেন। অ্যাপসটি দিয়ে আপনি একটি ফুল ওয়েব পেজ প্র্যাকটিস করতে পারবেন যেখানে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট আলাদা আলাদা ফাইলে লিখতে পারবেন এবং এইচটিএমএল ফাইলে জাভাস্ক্রিপ্ট সিএসএস লিঙ্ক করতে পারবেন এবং একটি ফুল পেইজের আউটপুট দেখতে পারবেন। এছাড়াও অ্যাপসটিতে আপনি যখন কোড লিখবেন কোন ভুল হলে সেটি ধরিয়ে দিবে এবং ট্যাগ দেওয়ার সময় অটোমেটিক কভার করে নিবে। মোবাইল দিয়ে এইচটিএমএল প্র্যাকটিস করার এটি সেরা উপায়। অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা গুগোল এ সার্চ করে এর প্রিমিয়াম ভার্সন ফ্রীতে নামিয়ে নিতে পারেন।
২. Es File Explore
মোবাইলে এইচটিএমএল প্র্যাকটিস করার আরেকটি সেরা উপায় হল es-file-explorer এর es-note-editore এটা দিয়ে আপনি অনেকটা ডেস্কটপ অথবা ল্যাপটপ এর মত কোডিং লিখতে পারবেন এবং যেকোন ব্রাউজারে সহজেই এর আউটপুট দেখতে পারবেন। শুধু এইচটিএমএল প্র্যাকটিস নয় এখানে আপনি একটি ফুল প্রজেক্ট তৈরি করতে পারবেন। এইচটিএমএল প্র্যাকটিস করার পাশাপাশি আপনি লোকাল হোস্ট হিসাবে একটি ওয়েব পেজ রান করতে পারবেন অনেকটা ল্যাপটপ অথবা ডেক্সটপ এর লোকালহোস্ট এর মত। অ্যাপসটি বর্তমানে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না তবে আপনি google-এ সার্চ করে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
৩. Learn Html
তালিকার তিন নম্বরে আছে Learn Html নামে এই অ্যাপসটি। যারা নতুন এইচটিএমএল প্র্যাকটিস করা শুরু করেছেন বা এইচটিএমএল শিখছেন তাদের জন্য এটি অনেক উপযোগী একটি এপস। এখানে আপনি খুব সহজেই এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে পারবেন। স্টিমার প্র্যাকটিস করার পাশাপাশি আপনি এখানে আপনার একটি প্রোফাইল তৈরি করতে পারেন যার মাধ্যমে আপনার এইচটিএমএল শেখার স্কিল যাচাই করতে পারেন তাছাড়া কোডিং সম্পর্কিত কোন প্রশ্ন করতে পারেন। আপনি আপনার এইচটিএমএল ফাইলটি অন্যদের মাঝে শেয়ার করতে পারেন এবং অন্যদের এইচটিএমএল ফাইল গেটে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট কোডিং সম্পর্কিত জ্ঞান বাড়াতে পারেন।
৪. Html Code play
নতুনদের জন্য এইচটিএমএল কোডিং প্র্যাকটিস এবং শিক্ষার জন্য এটি একটি দুর্দান্ত অ্যাপস। খুব সহজেই আপনি এইচটিএমএল বা সিএসএস এর আউটপুট দেখতে পারবেন। তাছাড়া অ্যাপসটিতে আপনি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং জেকোয়ারি সহ বেশ কয়েকটি কোডিং ল্যাঙ্গুয়েজ সহজে শিখতে পারবেন। তাছাড়া অ্যাপসটিতে সুন্দরভাবে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এর সকল ট্যাগ গুলো এখানে সাজানো আছে। আপনি যদি কখনো কোনো ট্যাগ ভুলে যান তাহলে এখান থেকে খুব সহজে সংগ্রহ করে নিতে পারেন।
৫. W3School
তালিকার সর্বশেষ স্থানে জেটি আছে সেটি দিয়ে আপনি চাইলে এইচটিএমএল প্র্যাকটিস করতে পারেন। W3School হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ এর এক বিশাল ভান্ডার আপনি চাইলে সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে এইচটিএমএল প্র্যাকটিস করতে পারেন অথবা প্লে স্টোর থেকে অ্যাপসটি নামিয়ে প্র্যাক্টিস করতে পারেন এবং যেকোন ধরনের এইচটিএমএল এর লেআউট সম্পর্কিত সাহায্য নিতে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। W3School শুধু মোবাইল নয় ল্যাপটপ বা ডেস্কটপে এইচটিএমএল এর প্র্যাকটিস করার একটি জনপ্রিয় মাধ্যম।
Share This
0 Response to "মোবাইল দিয়ে এইচটিএমএল প্র্যাকটিস করার সেরা পাঁচটি উপায়"
0 Response to "মোবাইল দিয়ে এইচটিএমএল প্র্যাকটিস করার সেরা পাঁচটি উপায়"
Post a Comment