আশা করি সবাই ভাল আছেন!
আমার এটি প্রথম লেখনি এই সাইটে সুতরাং ভুল হলে সেই ভুলগুলো ধরিয়ে দেয়ার দায়িত্য আপনাদের।
চলুন কাজের কথায় আশি। আমরা অনেকেই ইংরেজীতে কিভাবে আরো ভাল করা যায় সে ব্যাপারে খুব জানার চেষ্টা করি। আপনার চাইলেই সহজেই ইংরেজীতে আরো দক্ষ হতে পারবেন। এরজন্য সবার আগে আপনাকে গ্রামার গুলো নিয়ে চর্চা চালিয়ে জেতে হবে।
সবার আগে Tense ভালোভাবে জানতে হবে তাহলে বাক্য গঠন করা সহজ হবে।
ধরুন আপনাকে বলা হল, বৃষ্টি পড়ে, ইংরেজী করতে। অনেকের পক্ষেই এটা করা কঠিন হয়ে যাবে।কিন্তু আপনি গ্রামার বিশেষ করে Tense জানলে করাটা অনেক সহজ হবে।
বৃষ্টি পড়ে ইংরেজি হবে- It rains.
চলুন জেনে নেই Tense এর Structure& kinds of Tense.
1. Present Tense
2. Past Tense
3.Future Tense
Present Tense চার ধরনের।
1. Present Indefinite
2. Present Continuous
3. Present Perfect
4. Present Perfect Continuous
Structure#
Present Indefinite: Subject+ Verb/s/es+ object
আমি ভাত খাই- I eat rice.
সে ভাত খায়- He eats rice.
Subject Third person Singular হলে S/ es যোগ করতে হবেverb এর পর।
(চলবে)
Rajib Hossain
Blogger
143hossain@gmail.com
0 Response to "সহজে ইংরেজীতে দক্ষ হোন"
Post a Comment