ফেইসবুকে সেলিব্রেটিদের ট্যাগ করুন ( How To Tag Celebrity On Facebook Page )

 কিছুদিন আগে ফেইসবুক এপ্স থেকে সালমান খান এর অফিসিয়াল ফেইসবুক পেইজ দেখছিলাম তখন একটি বিষয় চোখে পড়ে আর সেটি হচ্ছে সালমান খানের পেইজের ভিতর অন্য আরেকটি পেইজের পোষ্ট দেখাচ্ছে যেমনটা হয় আমাদের কোন বন্ধু আমাদের ফেইসবুকে ট্যাগ করলে । 

ফেইসবুক ট্যাগ


এর পর আমি আমার একটি পেইজ থেকে ভিবিন্ন সেলিব্রেটিদের ট্যাগ করে একটি পোস্ট দেই এবং সেটি একদিনের মধ্যে এক হাজার রিয়েক্ট পাই আর আমার পেইজে ফলোয়ার ছিল মাত্র দুইশ । 

ফেইসবুকে ফ্রি বুস্টিং এর জন্য সত্যি এটি একটি সেরা উপায় । অনেকেই হয়ত বিষয়টি খেয়াল করেছেন ভিবিন্ন সেলিব্রেটিএর পেইজে এই ট্যাগ পোস্ট গুলো আজকের এই আর্টিকেলে আমি সেটিই দেখাব কিভাবে আপনিও সেলিব্রেটিদের ট্যাগ করতে পারেন । 

ফেইসবুকে সেলিব্রেটিদের ট্যাগ করার জন্য আপনার অবশ্যই একটি ফেইসবুক পেইজের প্রয়োজন হবে । এবার ফেইসবুক পেইজ থেকে সাধারন ভাবে যেভাবে পোস্ট করেন ঠিক সেইরকম ভাবেই Create post এ ক্লিক করুন 

ফেইসবুক পেইজ
এখন আপনার পোস্ট লেখুন এবং ছবি বা ভিডিও যুক্ত করুন । আপনার পোস্ট লিখা হয়ে গেলে এবার আপনি যেইসব সেলিব্রেটিদের এড করতে চান তাদের মেনশন করুন । মেনশন করতে পোস্ট বক্সে @ দিয়ে আপনি যেই সেলিব্রেটিকে ট্যাগ করতে চান তার নাম লিখুন তাহলেই আপনি কাঙ্গিত সেলিব্রটিকে দেখতে পাবেন সেখান থেকে সিলেক্ট করে দিন ।

এভাবে একে একে আপনার কাঙ্গিত সকল সেলিব্রটিকে ট্যাগ করুন ট্যাগ করা হয়ে গেলে Post এ ক্লিক করুন ।

ফেইসবুক পোস্ট ডেমু

আপনার কাজ শেষ আর এতটুকু মোটামুটি হয়ত অনেকেই আগে থেকেই জানতেন তবে এখনি আপনি যেইসব সেলিব্রেটিদের ট্যাগ করেছেন তাদের পেইজে আপনার পোস্টি দেখতে পাবেন না তার জন্য আপনাকে আরেকটি ছোট কাজ করতে হবে । আপনার পোস্টের সময় চেইঞ্জ করে দিতে হবে ।

 পোস্টের সময় চেইঞ্জ করার কাজটি অবশ্যই আপনাকে ডেস্কটপ মোডে করতে হবে যারা মোবাইল থেকে করবেন তারা Chrome ব্রাউজার থেকে ডেস্কটপ মোড অন করে দিন তার পর web.facebook.com এ যান  তার পর আপনার পোস্টের ডান পাশের থ্রিডট মেনুতে ক্লিক করুন এবং Edit date এ ক্লিক করুন ।

ফেইসবুক পোস্টের সময় চেইঞ্জ
এখন আপনি আপনার পোস্টের সময় এবং তারিখ দেখতে পারবেন সেখান থেকে আপনার পোস্টের Time চেইঞ্জ করে Done এ ক্লিক করুন ।

ফেইসবুক পোস্টের সময় সেট


এবার আপনি যেইসব সেলিব্রেটিদের ট্যাগ করেছেন তাদের প্রোফাইলে গিয়ে দেখুন আপনার পোস্টি দেখতে পাবেন ।

পরিশেষে কিছু কথা বলি এটি শুধু মাত্র মোবাইল ব্যবহার কারীরা দেখতে পাবেন অর্থাৎ আপনি যদি ডেস্কটপ থেকে কোন সেলিব্রেটির প্রোফাইল দেখেন তবে ট্যাগ পোস্ট গুলো দেখতে পাবেন না । ফেইসবুক এপ্স , লাইট বা mbasic , m.facebook.com থেকে ট্যাগ পোস্ট গুলো দেখায় । আর এটি শুদু মাত্র প্রোফাইল বেইজড সেলিব্রেটিদের পেইজে কাজ করবে । কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করুন অথবা ফেইসবুক পেইজে মেসজ দিন ।

Share This

0 Response to "ফেইসবুকে সেলিব্রেটিদের ট্যাগ করুন ( How To Tag Celebrity On Facebook Page )"

Post a Comment

AD