কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার যত রেকর্ড

 

ব্রাজিল ও আর্জেন্টিনা

রাত পোহালেই শুরু হবে কোপা আমেরিকার ৪৭তম আসরের ফাইনাল খেলা । ল্যাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা লড়াই করবে এবারের ফাইনালে । তারকা থেকে আমজনতা সবাই মেতে আছে এবারের কোপা আমেরিকা নিয়ে কারন একটাই বাংলাদেশের অধিকাংশ ফুটবল প্রেমি  ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার । আর যখন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই এবারের শিরোপা জয়ের লড়াইয়ে ফাইনাল খেলছে  তখন কোপা আমেরিকার আমেজটাই বেড়ে গেছে । আসুন এক নজরে দেখে নেয়া যাক কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার যত রেকর্ড

সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন

কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে৷ তারা ১৫ আসরে ট্রফি জিতেছে৷ ১৪ বার চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের পেছনে আছে আর্জেন্টিনা৷ এক্ষেত্রে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল কাপ জিতেছে নয় আসরে৷


সর্বোচ্চ গোলদাতা

কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের সব আসর মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা দুইজন৷ তাঁদের একজন আর্জেন্টিনার নর্বের্তো মেন্দেজ এবং অন্যজন ব্রাজিলের জিজিনহো (ছবিতে সবার ডানে)৷ তাঁরা গোল করেছেন ১৭টি করে৷



সবচেয়ে সফল কোচ

আর্জেন্টিনাকে ছয় আসরে চ্যাম্পিয়ন করে কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল কোচ গিলেরমো স্তাবিলে৷ তাঁর ব্যবস্থাপনায় ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫ ও ১৯৫৭ সালে ট্রফি জেতে আর্জেন্টিনা৷ মোট ৪৪টি ম্যাচে কোচ ছিলেন তিনি৷


সবচেয়ে বড় ম্যাচ

১৯১৯ সালের ফাইনাল ছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বেশি সময়ের ম্যাচ৷ ওই ম্যাচে ফলাফল নির্ধারণের জন্য আড়াই ঘন্টা খেলে উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল৷



মেসি যেখানে সেরা

সবচেয়ে বেশি গোল অ্যাসিস্টের রেকর্ড আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির৷ দলকে ১১টি গোলের পেছনে অবদান ছিল তাঁর৷ কোপা আমেরিকার চারটি আসরে অংশ নিয়ে ৮টি গোল করেছে তিনি৷



আয়োজনে এগিয়ে আর্জেন্টিনা

কোপা আমেরিকার ৪৫টি আসরের মধ্যে ১০ বার খেলা হয়েছে আর্জেন্টিনায়৷ স্বাগতিক হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা চিলি ও উরুগুয়ে খেলা আয়োজন করেছে ৭ বার করে৷ ব্রাজিলে খেলা হয়েছে ৪ বার৷



ট্যাগঃ

কোপা আমেরিকা আর্জেন্টিনা কতবার চ্যাম্পিয়ন

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট 2021

কোপা আমেরিকা ২০২১ পয়েন্ট তালিকা

মেসি vs নেইমার

মেসি vs নেইমার পরিসংখ্যান

Share This

0 Response to "কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার যত রেকর্ড"

Post a Comment

AD