ফ্রি বেসিক দিয়ে হলিউড মুভি দেখুন ফ্রি।


ফেইসবুকের ফ্রি ইন্টারনেট সেবা ফ্রি বেসিক সাধারন ইন্টারনেট ব্যবহার কারীদের জন্য জনপ্রিয় একটি মাধ্যম। ফ্রি বেসিকের মাধ্যমে বাংলাদেশের গ্রামিন এবং রবি সিম অপরেটরের মাধ্যমে কোন প্রকার ডাটা চার্জ ছাড়াই জনপ্রিয় সব ওয়েবসাইট পত্রিকা, ম্যগাজিন, ব্লগ সাইট, সহ ফ্রি বেসিকের আওতাভুক্ত সকল ওয়েবসাইট ফ্রিতে ভিজিট করতে পারি  এবং কি আপনাদের প্রিয় সাইট Topexpertbd ফ্রি বেসিকের মাধ্যমে ফ্রিতে ভিজিট করতে পারেন।
ফ্রি বেসিকের প্রধান সমস্যা হল ভিডিও দেখা যায় না।  ফ্রি বেসিকে কিছু ওয়েবসাইট আছে যেখানে অনেক ভিডিও আছে কিন্তু ভিডিও প্লে করা যায় না।  অনেকের কাছে ফ্রি বেসিক আরো ভালো লাগত যদি ভিডিও দেখা যেত।  আজকের এই পোস্টে আপনাদের সেই ইচ্ছে টাই পূর্ন হতে চলেছে।  তবে দুঃখের বিষয় এই যে শুধু আমি নিচে যে মুভি গুলো দিব সেগুলোয় শুধু মাত্র ফ্রি বেসিক দিয়ে দেখতে পারবেন।
আজ আমি হলিউড এর ৫ টি মুভি নিয়ে হাজির হয়েছি মুভি গুলো পুরনো হলেও কাহিনী শৈলী অনেক ভাল।  আর হ্যাঁ ফ্রি বেসিক দিয়ে ফ্রিতেই দেখতে পাবেন মুভি গুলো।

১।   The Devil Bat ১৯৪০ সালের একটি ভৌতিক মুভি।  মুভিটি দেখলে বুজতে পারবেন হলিউড ১৯৪০ সালেই কত আধুনিক ছিল।



২। The Drill ৪er Killer ১৯৭৯ সালের মুভি মুভিটি একজন খুনির গল্প নিয়ে সাজানো এটিও ভৌতিক মুভি। সম্পুর্ণ রংজ্ঞিন।
 
 ৩। House on Haunted Hill অতিরিক্ত ভৌতিক একটি মুভি নিজ দায়িত্বে দেখবেন।
  ৪। Teenagers from Outer রোমান্টিক একটি মুভি। ১৯৫৯ সালে নির্মিত এই মুভিটি করতে ২০ হাজার মার্কিন ডলার খরচা হয়েছিল।

৫। The terror অসাধারণ একটি রঙিন মুভি। ১৯৬৩ সালে নির্মিত একটি ভৌতিক মুভি।
আপনার ভালো লাগা জানাতে ভুলবেন না তাহলে আরো মুভি নিয়ে আসব ফ্রি বেসিক থেকে কমেন্ট করতে না পারলে ডাটা ব্যবহার করুন কমেন্ট করতে অথবা ফেইসবুক পেইজ Heartbdএখানে এসে কমেন্ট করে জানান আপনার মতামত।
Share This

0 Response to "ফ্রি বেসিক দিয়ে হলিউড মুভি দেখুন ফ্রি। "

Post a Comment

AD