বাংলাদেশে বর্তমানে ৫ টি সিম অপরেটর সক্রিয় রয়েছে। আগে গ্রামীন, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, সিটিসেল এই ৬ টি অপরেটর সক্রিয় ছিল কিন্তু সরকারের টাকা পরিশোধ ঋণ এইসবের কারনে বন্ধ হয়ে যায় সিটিসেল।
আমরা নতুন কোন সিম কিনার পর সবচেয়ে বড় যে সমস্যার মধ্য পড়ি তা হল সিমের মনে না থাকলে সিমের নাম্বার দেখা ব্যলান্স চেক করা ইন্টারনেট ব্যালেন্স চেক করা। যদিও বিষয় গুলো তেমন জটিল কিছু নয় তবে মাযে মাযে তা জটিল হয়ে পড়ে। এবং সিমের এই ছোট তথ্য গুলো খুজতে একটু হিমসিম খায়। তো চলুন দেখে নিই বাংলাদেশের সক্রিয় পাচটি সিম অপরেটরের নাম্বার দেখা ব্যলান্স এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন কিভাবে।
১। গ্রামীণ ফোনঃ
>নাম্বার দেখার কোড - * 2#
>ব্যলান্স দেখার কোড - * 566#
> ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড - * 121*1*4#
২। বাংলালিংক ঃ
>নাম্বার দেখার কোড - * 511#
>ব্যলান্স দেখার কোড - * 124#
> ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড- *124*5#
৩। রবিঃ
>নাম্বার দেখার কোড - *140*2*4#
>ব্যলান্স দেখার কোড - * 222#
> ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড- *8444*88#
৪। এয়ারটেল ঃ
>নাম্বার দেখার কোড - *121*6*3#
>ব্যলান্স দেখার কোড - * 778#
> ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড- *778*4#
৫। টেলিটক ঃ
>নাম্বার দেখতে - TAR লিখে 222 নাম্বারে মেসেজ করুন।
>ব্যলান্স দেখার কোড - * 152#
> ইন্টারনেট ব্যালেন্স দেখতে- U লিখে সেন্ড করুন 111 এই নাম্বারে।
এই পোস্টের বিষয়বস্তু কারো কাছে তুচ্ছ মনে হলেও অনেক সময় আমরা নিজেরাই এগুলো খুজে বেড়াই। ভালো লাগলে প্রতিদিন TopexpertBD তে একবার ভিজিট করতে ভুলবেন না।

0 Response to "বাংলাদেশের সকল সিমের নাম্বার ব্যাল্যান্স ইন্টারনেট ব্যলান্স চেক করার উপায়!"
Post a Comment