এশিয়া কাপের প্রথম খেলাতেই তাক লাগিয়ে ছাড়লেন তামিম ইকবাল। বাম হাতের কব্জিতে আগাত পেয়ে আগেই মাঠ ছেড়েছিল তামিম। মুশফিকুর রহিম যখন রানের পাহাড় গড়ছে তখন উকেট থিতু হয়ে পড়ে মুশফিক। মুশফিকের শুধু একজন সঙ্গী দরকার যে কিনা শুধু অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকলেই চলবে। বাকিটা মুশফিকই করে নিতে পারবেন। কিন্তু খেলার ৪৭তম ওভারের এক বল বাকি থাকতে সুরঙ্গা লাকমলের বলে মোস্তাফিজুর রহমান ফিরে যেতে বাংলাদেশের স্কোর হয়ে গেল ৯ উইকেটে ২২৯। বাংলাদেশের স্কোর ওখানেই থেমে যেতে পারত। কিন্তু সবাকে অবাক করে হাতে বেন্ডেজ নিয়েই মাঠে নামে তামিম ইকবাল। সত্যি অবাক করার মতই কান্ড। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আছে কিনা আমার জানা নেই। জাতীয় দলের জন্য তার এই বীরত্ব আজীবন মনে থাকবে সবার।
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "তামিমের এক হাতে ব্যাট করে ইতিহাস।"
Post a Comment