দেখে নিন যৌথ প্রযোজনার মুভি নাকাব সাথে মুভি রিভিউ (Naqaab Movie Revie)

নাকাব মুভি পোস্টার 


ঢালিউড সুপারস্টার শাকিব খান ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় অনেকগুলো মুভি করেছেন এর মধ্যে সর্বশেষ মুভি ছিল নাকাব। ব্যবসাসফল এই মুভিটি কিছুদিন আগে কলকাতার বেশ কয়েকটি হলে মুক্তি পেয়েছিলো। 


২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি অতিপ্রাকৃত অ্যাকশনধর্মী, হাস্যরসাত্বক-রোমহর্ষক চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন  রাজীব কুমার বিশ্বাস  এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন শ্রীকান্ত মোহতা এবং মাহেন্দ্র সোনি। চলচ্চিত্রটিতে প্রধান ভূূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত জাহান এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এর সহ ভূূূমিকায় অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়, অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায় এবং সাদেক বাচ্চু সহ অন্যান্যরা।


হালকা রিভিউ:


নাকাব মুভিতে শাকিব খান দুটি চরিত্রে অভিনয় করেছেন।  ছবির গল্পটি ভৌতিক হাস্য রসাত্মক আর অ্যাকশনে ভরপুর ছিল।  মুভি শুরু থেকে কোন ধরনের টুইস্ট না থাকলেও শেষের দিকটায় টানটান উত্তেজনায় শেষ হয়েছে।  গল্পের মাঝের দিকে কোন একটা কারণে শাকিব খানের অ্যাক্সিডেন্ট হয় এক্সিডেন্ট এর পর থেকেই শাকিব খান ভূত দেখতে পায় এমন একটি আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়ে যায় তারপর শুরু হয় গল্পের মূল পর্ব।  শাকিব খান দুটি চরিত্রে একটি মানুষের চরিত্র আর অন্যটি ভুতের চরিত্রে অভিনয় করেন। শাকিব খানের মানুষের চরিত্রের নাম মাস্স আর ভূতের চরিত্রের নাম ইন্দ্রজিৎ।  ইন্দ্রজিৎ মাস্সকে দিয়ে তার উদ্দেশ্য হাসিল করে নেয়। ইন্দ্রজিৎ মাস্সকে দিয়ে বিভিন্ন সময় অনেক জনকে খুন করায়।  কিন্তু কেন ইন্দ্রজিৎ কেমন করে মাস্স আর ইন্দ্রজিৎ এর সম্পর্কটা কি? জানতে হলে আপনাকে পুরো মুভিটা দেখতে হবে আশা করি ভালো লাগবে।  

 নাকাব ফুল মুভি

মুভিটির সার্ভার মাঝে মাঝে ডাউন হয়ে যেতে পারে আপনার যদি এখানে গিয়ে দেখতে কোন সমস্যা হয় তাহলে আমদের গ্রুপে জয়েন হয়ে জানাতে পারেন অথবা কমেন্ট করতে পারেন।

ফেইসবুক গ্রুপ


ধন্যবাদ।







Share This

0 Response to "দেখে নিন যৌথ প্রযোজনার মুভি নাকাব সাথে মুভি রিভিউ (Naqaab Movie Revie) "

Post a Comment

AD