ডাউনলোড করুন দম ফাটানো হাসির মুভি "লে হালুয়া লে" ( Le Halua Le Full Movie)

Le Halua Le Poster

কমেডি মুভি কে না ভালোবাসে আমার কাছে মুভি মানেই হলো মন খুলে হাসব।  যারা কমেডি মুভি ভালোবাসেন তাদের জন্য আমি ধারাবাহিক ভাবে সেরা ৭ টি কমেডি মুভি নিয়ে হাজির হব। 

wait..


আমার আজকের প্রথম আয়োজনে আছে লে হালুয়া লে।  আমার দেখা সেরা কমেডি মুভি গুলোর মধ্য লে হালুয়া লে একটি।  ছবিটি ২০১২ সালে মুক্তি পাই অনেকে হয়ত মুভিটি দেখেফেলেছেন যারা এখনো দেখান নাই তারা এখনি ডাউনলোড করে অথবা এখান থেকেই দেখে নিতে পারেন। 

লে হালুয়া লে  মুভিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী,  সোহাম,  পায়েল আরো অনেকে সবার অভিনয় ছিল অসাধারান।  অনেক মুভিতে দেখা যায় জোর করে হাসানোর চেষ্টা যা বিরক্তিকর এই মুভিতে তেমন কিছু ছিলো না। 

মুভিটি নিয়ে ছোট করে বলতে গেলে এখানে মিঠুন আর রাজদেব এর বাক যুদ্ধ সোহাম পায়ালের প্রেমে মিঠুন চক্রবর্তী ও তার বউ জড়িয়ে পড়ে অন্য দিকে মিঠুন চক্রবর্তীর মেয়ে পরিচয় দিয়ে সোহামের সাথে প্রেম করে পায়েল সব মিলিয়ে লে হালুয়া অবস্থা।  মুভিটা দেখলে আপনার দুই ঘন্টা হাসতে হাসতে কেটে যাবে।  


মুভিটা এখানেও দেখতে পারেন আবার গুগল ড্রাইভ লিংক দিচ্ছি ডাউনলোড করে নিতে পারেন।                






Thanks Vote Done


Share This

0 Response to "ডাউনলোড করুন দম ফাটানো হাসির মুভি "লে হালুয়া লে" ( Le Halua Le Full Movie) "

Post a Comment

AD