জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯

 দেশের সবচেয়ে সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়েছে ।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের ঘোষণা করা হয়।



wait..

শ্রেষ্ঠ অভিনেতা - তারিক আনাম খান (আবার বসন্ত)

শ্রেষ্ঠ অভিনেত্রী - সুনেরাহ বিনতে কামাল (ন ডরাই)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - ফজলুর রহমান বাবু (ফাগুন হাওয়ায়)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - নারগিস আক্তার (মায়া দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ অভিনেতা (খল চরিত্র) - জাহিদ হাসান (সাপলুডু)
শ্রেষ্ঠ শিশুশিল্পী - নাইমুর রহমান আপন (কালো মেঘের ভেলা), আফরীন আক্তার (যদি একদিন)
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক -মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (মায়া দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক - হাবিবুর রহমান (মনের মতো মানুষ পাইলাম না)
শ্রেষ্ঠ গায়ক - মৃনাল কান্তি দাস (তুমি চাইয়া দেখো - শাটল ট্রেন)
শ্রেষ্ঠ গায়িকা - মমতাজ বেগম (বাড়ির ও পূর্বধারে), ফাতিমা তুজ যাহর ঐশী (মায়া, মায়া’রে) (মায়া দ্য লস্ট মাদার)
আজীবন সম্মাননা - মাসুদ পারভেজ সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা





Share This

0 Response to "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯"

Post a Comment

AD