Unlock Link Step 1/5
সদ্য শেষ হল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন । কিন্তু আদৌ কি শেষ হয়েছে টানা এক সাপ্তাহ ভোট গনানা হলেও কে হবে প্রেসিডেন্ট তা নিয়েই চলছে নানা টালবাহানা । টাম্প বেচারা পড়ছে বড্ড বেকায়দায় ভোট কম পেয়েছে তাতে কি ক্ষমতা ছাড়তে নারাজ টাম্প ।
সদ্য শেষ হওয়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে আমরা আমন্ত্রন জানিয়েছিলাম টাম্প এবং বাইডেন কে । তাদের সাথে কথা হয়ছে নির্বাচনের কুটিনাটী বিষয় নিয়ে । বাইডেন এই নির্বাচনের পক্ষে কথা বল্লেও টাম্প কোন মতেই এই নির্বাচন মেনে নেবেন না তিনি চান একটি সুষ্ঠ নির্বাচন তাই তিনি এই বিষয়ে সাহায্য চেয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের । টাম্পের বাষ্যমতে গাধা কি করে আমার হাতিকে টপকায় ।
এমনি মজার অনেক বিষয় নিয়ে কথা হয়েছে টাম্প এবং বাইডেন এর সাথে উপভোগ করতে দেখুন নিচের ভিডিওটি ।
ভালো লাগলে সাথেই থাকুন আর দেখুন মজার মজার সব কন্টেন্ট।
0 Response to "ডোনাল্ট টাম্প এর আস্থা এখন বাংলাদেশ নির্বাচন কমিশনের উপর। ( ফিচার)"
Post a Comment