"সাহসী হিরো আলম" ছবি ব্যনার |
করোনার প্রকোপের কারনে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকার পর আগামী শুক্রবার থেকে সিনেমা হল গুলো খুলে দেওয়া হয় । করোনার কারনে অনেক বড় বাজেটের ভালো ছবি আটকে থাকলেও সিনেমা হল খুলার পর শুধু মাত্র আলম এগিয়ে তার বহুল প্রতিক্ষিত ছবি "সাহসী হিরো আলম" নিয়ে ।
কেমন চলছে "সাহসী হিরো আলম"
ভিবিন্ন গনমাধ্যম এবং সংবাদ পত্রের ভিত্তিতে হল শুন্য গেছে "সাহসী হিরো আলম" কিছু হল এই পর্যন্ত ৬ হাজার টাকাও তুলতে পারেনি । হল মালিকরা বলছে আলমের ভিডিও গুলোতে যে ভিও হয় তার ১% ও হলে আসে নাই । হতাশ হয়েছে অনেক সিনেমা হল গুলো ।
বাংলা চলচ্চিত্র বাঁচাতে আলমের এই সাহসীকতার ভূমিকা কতটুকু
সিনেমা হল গুলো খুলে দেওয়ার পরপরেই আলম বাংলা চলচ্চিত্র বাচাতে সে তার সাহসী হিরো আলম মুক্তি দেয়। তার এই সিনেমা মুক্তি দেওয়ার পর কি মনে হচ্ছে সত্যি কি আলম তার সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্র কে বাঁচাতে পারবে বা মানুষকে হল মুখি করতে পেরেছে সত্যিকার অর্থে তার ছবি বাংলা চলচ্চিত্র কে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কারন বর্তমানে অনেক কম মানুষি হল মুখি হয় । শুধু মাত্র যারা বাংলা চলচ্ছির কে ভালোবাসে তারাই সিনেমা হল মুখি হয় বেশি ্কিন্তু নিম্ন মানের অভিনয় ও চলচ্চিত্রের কারনে এক সময় যারা হলে গিয়ে ছবি দেখত তারাও হল ভিমুখি হয়ে হাবে । অবশ্যই আলম মানুষ হিসাবে ভালো কিন্ত তার অভিনয় পর্যায় খুব নিম্নমানের । মানুষের হলে গিয়ে ছবি দেখার যে প্রত্যাশা থাকে তা হয়ত ভেঙ্গে যাবে নিম্ন মানের সিনেমার মাধ্যমে ।
0 Response to " "সাহসী হিরো আলম" ও বাংলা চলচ্চিত্রের অবস্থা ।"
Post a Comment