আমাদের মানবতা/মানবিকতা আজ কোথায়!

যুগ যুগ ধরে মানবতা নামক শব্দটি নিস্পেষিত হয়েছে এবং হচ্ছে। এই মানবতা এবং মানবিকতা পৃথিবীতে রূপ লাভ করেছে একটি লোক দেখানো উপাখ্যানের চিত্রনাট্যে। পৃথিবী সৃষ্টির পর থেকেই সৃষ্টিকর্তা এই মানবতা ও মানবিকতাকে বাস্তবায়ন করার জন্য সকল ব্যবস্থাই করেছেন কিন্তু আমাদের স্বাধীনতা এবং শয়তানের ইচ্ছার বহি:প্রকাশ আজও সেই সত্যের বাস্তবতাকে বাস্তবে রূপদান করতে পারেনি। হয়ত সেইজন্যই মানুষের প্রত্যাগমন করতে হবে হিসেব নিকেশের বিশাল বোঝা নিয়ে। সৃষ্টিকর্তা অধির আগ্রমে অপেক্ষা করছেন যেন, এই মানবতা জাগ্রত হয়, মানবিকতা বাস্তব রূপ লাভ করে এবং পৃথিবী হয়ে উঠে বেহেস্তের পূর্ব লক্ষণস্বরূপ দৃষ্টান্তের এক প্রস্ফুটিত বাগানরূপে। কিন্তু কি আমাদের সেই খায়েশ পূর্ণ হবে নাকি খোয়াবেই ভাসমান থাকবে? পৃথিবী এখন শেষ’র দ্বারপ্রান্তে যা পড়ন্ত বেলার সঙ্গেও তুলনাযোগ্য।
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) তথ্যের বরাত দিয়ে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৮ সালে বিশ্বে গড়ে প্রতিদিন ৩৫ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এতে প্রতি দুই সেকেন্ডে বাস্তুচ্যুত হয়েছে একজন। সব মিলিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যা ৭ কোটি ১০ লাখ ।
নিজেদের আধিপত্য বিস্তার করতে, ক্ষমতায় টিকে থাকতে কিংবা ক্ষমতার লোভে সবাই আজ দিশেহারা । পৃথিবীর এই সময়ে এসে কে ভাল কে মন্দ তা বুজা সত্যি কঠিন কাজ । কেউ নিজের ক্ষমতার অপব্যবহার দেখিয়ে বেড়াই কেউবা আবার মানুষের আবেগকে পুজি করে ক্ষমতার গন্ধ শুকে বেড়ায় । জাতীয় বা আন্তর্জাতিক সব পর্যায়েই কেউ  নিজের স্বার্থ ছাড়া এক পা এগোয় না । সবাই নিজ দেশ,দল ,জাতি কিংবা নিজের  লাভ খুজে বেড়াই।
 আজ মানবতার জন্য হা হা কার পরে আছে বিশ্বময়। আমাদের দৃষ্টিসীমা বা মিডিয়ার কল্যাণে দৃশ্যমান মঞ্চায়নের শেষরেষটুকুতেও অনুপস্থিত এই মানবতা বা মানবিকতা। শুধুই পরিলক্ষিত হচ্ছে শক্তির মহড়া, অন্যায়ের যাঞ্জা, তোষামোদীর জয় জয়কার, সত্যের নিষ্পেষণ, অন্ধকারের আলোকময় জ্যোতি, মোটকথা শক্তের ভক্ত ও নরমের যম হয়ে আভির্ভাব  এক লৌহ মুর্তি। আমাদের সমাজ সংসারেও তার ব্যতিক্রম নয়। সবই ঘটছে এবং ঘটবে স্বার্থের প্রয়োজনে কিন্তু মানবতা বা মানবিকতার বাস্তব প্রয়োজনে নয়। যদিও লোক দেখানো মায়া কান্নায় সাময়িক স্বস্তি মেলে কিন্তু পরক্ষণেই এর আসল রূপ উন্মোচিত হয় যা পরম্পরাই সেই রূড় অমানবিকতারই শামিল এক স্বার্থের দোলনচলে আটকা মরণ ফাঁদ মাত্র।
আজ শুধু বাংলাদেশের পরিপ্রেক্ষিতেই প্রতিদিন গুম ,খুন ,দর্শনের মত সংবাদ দেখতে পাই । আর আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদিন সংঘর্ষ, নিপীড়ন , এক জনগোষ্ঠী   অন্য জনগোষ্ঠীর উপর হামলার সংবাদ   দেখতে পাই । কেন  আজ কারো মাজে মানবিকতা নেই ? কেন আজ অপরাধীরা গুম ,খুন ,দর্শনের মত অপরাধ করতে ভয় পাই না? কেন আজ এক জাতিগোষ্ঠী অন্য জাতিগোষ্ঠীর উপর হামলা নিপীড়ন চালাচ্ছে ?

পৃথিবীতে যে যেই জাতি ,বর্ণ ,দল , মতের হোক না কেন সবাইত মানুষ। সাবার উপরেত মানবতা।
Share This

0 Response to "আমাদের মানবতা/মানবিকতা আজ কোথায়!"

Post a Comment

AD