হোম অ্যান্ড অ্যাওয়ে জার্সি দেখা যায় ফুটবলে। জার্সির রং বদলালেই নাকি দলের ফর্মও বদলে যায় অনেক দলের। ক্রিকেটেও এর প্রচলন শুরু হয়ে গেছে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেই অনেক দল দুটি জার্সি নিয়ে গিয়েছিল ভারতে। দুই রঙের জার্সি ছিল ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও। এবার ওয়ানডে বিশ্বকাপেও আছে হোম-অ্যাওয়ে জার্সি। ভিন্ন রঙের জার্সি আছে বাংলাদেশেরও।
বিশ্বকাপে বিভিন্ন দলের একই রংয়ের জার্সি হওয়ার ফলে। ভারত, ইংল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কার জার্সির রং নীল।
বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার জার্সির রং সবুজ। তাই তাদের একে অপরের বিপক্ষের ম্যাচে জার্সির রং যাতে এক না হয় সেজন্য আইসিসি এবার হোম এওয়ে ব্যবস্থা করেছে।
হোম ম্যাচে প্রতিটি দল নিজেদের মূল জার্সিটি পরবে। যেই সব দলগুলোর জার্সির রং একই তাদের মধ্যকার খেলায় এওয়ে দল তাদের বিকল্প জার্সি পরবে।
বাংলাদেশ ও আফগানিস্তানের এওয়ে জার্সির রং লাল। ভারতের এওয়ে জার্সির রং কমলা বলে জানা গিয়েছে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে।
ভারত তাদের ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাদের এওয়ে জার্সি পরবে যেহেতু সেই ম্যাচে ইংল্যান্ড হোম টিম। তাই বাংলাদেশ দল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা মতো দলের সাথে সবুজ জার্সি পড়ে মাঠে নামবে।
সম্পূর্ণ ভিন্ন রঙ্গের জার্সি থাকায় হোম বা অ্যাওয়ে জার্সির ঝামেলায় যেতে হয়নি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে।
বিশ্বকাপের সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপপর্ব শুরু ও শেষ হবে লাল জার্সি দিয়ে। কাকতালিয়ই বটে!
0 Response to "দুই ম্যাচ লাল জার্সিতে খেলতে হবে বাংলাদেশকে "
Post a Comment