প্রিয় পাঠক এই বিষয় গুলো খুবই গুরত্বপূর্ণ। আমরা মাঝে মাঝেই পরিমাপ গুলো তালগুল পাকিয়ে ফেলি তাই কষ্ট করে হলেও পাঠ করবেন মাঝে মাঝে।
পরিমাপ ও ক্ষেত্রফল।
প্র : মেট্রিক পদ্ধতি কাকে বলে?
উ : যে দশমিক পদ্ধতিতে সারা পৃথিবীতে ওজন, দৈর্ঘ্য পরিমাপ করা হয় তাকে মেট্রিক পদ্ধতি বলে।
প্র : কত সালে বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু হয়?
উ : ১ জুলাই ১৯৮২ হতে সরকারিভাবে বাংলাদেশে মেট্রিক প্রণালী চালু হয়েছে।
প্র : ক্ষেত্রফল কাকে বলে?
উ : ক্ষেত্রফলের অপর নাম কালি। কোনো স্থানের পরিমাণই হলো ঐ স্থানের ক্ষেত্রফল;
যেমন- একটি স্থানের দৈর্ঘ্য ৫ মিটার ও প্রস্থ ২ মিটার হলে ঐ স্থানের ক্ষেত্রফল হলো ৫x২ বা ১০ বর্গ মিটার।
একক এবং ক্ষেত্রফল।
ওজন পরিমাপের মেট্রিক এককসমূহ
ওজন পরিমাপের মূল একক : গ্রাম
১০ মিলিগ্রাম = ১ সেন্টিগ্রাম
১০ সেন্টিগ্রাম = ১ ডেসিগ্রাম
১০ ডেসিগ্রাম = ১ গ্রাম
১০ গ্রাম = ১ ডেকাগ্রাম
১০ ডেকাগ্রাম = ১ হেক্টোগ্রাম
১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম
১০০ কিলোগ্রাম = ১ কুইন্টাল
১০০০ কিলোগ্রাম বা ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন।
তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক এককসমূহ
১০ মিলিলিটার = ১ সেন্টিলিটার
১০ সেন্টিলিটার = ১ ডেসিলিটার
১০ ডেসিলিটার = ১ লিটার
১০ লিটার = ১ ডেকালিটার
১০ ডেকালিটার = ১ হেক্টোলিটার
১০ হেক্টোলিটার = ১ কিলো্লিটার
দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক এককসমূহ
দৈর্ঘ্য পরিমাপের মূল একক : মিটার
১০ মিলিমিটার = ১ সেন্টিমিটার
১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার
১০ ডেসিমিটার = ১ মিটার
১০ মিটার = ১ ডেকামিটার।
১০ ডেকামিটার = ১ হেক্টোমিটার
১০ হেক্টোমিটার = ১ কিলোমিটার
দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়) |
১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়)।
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়)
১ গজ = ০.৯১৪৪ মিটার (প্রায়)
১ মাইল = ১.৬ কিলোমিটার (প্রায়)
ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক এককসমূহ
জমি পরিমাপের মূল একক : বর্গমিটার।
১০০ বর্গসেন্টিমিটার = ১ বর্গ ডেসিমিটার
১০০ বর্গ ডেসিমিটার। = ১ বর্গ মিটার
১০০ বর্গমিটার = ১ এয়র (বর্গ ডেকামিটার)
১০০ এয়র = ১ হেক্টর বা ১ বর্গ হেক্টোমিটার
ক্ষেত্রফল পরিমাপের ব্রিটিশ এককসমূহ
১৪৪ বর্গইঞ্চি= ১ বর্গফুট
৯ বর্গফুট = ১ বর্গগজ
৪৮৪০ বর্গগজ = ১ একর
১০০ শতক (ডেসিমেল) = ১ একর
১৭৬০ বর্গগজ = ১ মাইল|
ক্ষেত্রফল পরিমাপের দেশীয় এককসমূহ
১ বর্গহাত = ১ গণ্ডা
২০ গণ্ডা = ১ ছটাক
১৬ ছটাক = ১ কাঠা
২০ কাঠা। = ১ বিঘা
ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক
১ বর্গসেন্টিমিটার= ০.১৬ বর্গ ইঞ্চি (প্রায়)
১ বর্গমিটার = ১০.৭৬ বর্গফুট (প্রায়)
১ হেক্টর। = ২.৪৭ একর (প্রায়)।
১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সেন্টিমিটার (প্রায়)
১ বর্গফুট = ৯২৯ বর্গ সেন্টিমিটার (প্রায়)
১ বর্গগজ = ০.৮৪ বর্গ মিটার (প্রায়)
১ বর্গমাইল = ৬৪০ একর।
ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক, ব্রিটিশ ও দেশীয় এককের সম্পর্ক
১ বর্গহাত = ৩২৪ বর্গ ইঞ্চি।
৪ বর্গগজ বা ৪ গণ্ডা = ৯ বগফুট =০.৮৩৬ বর্গমিটার (প্রায়)
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ = ৬৬.৮৯ বর্গমিটার (প্রায়)
১ বিঘা = ১৬০০ বর্গগজ = ১৩৩৭.৮ বর্গমিটার (প্রায়)
১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (প্রায়) = ১০০০ বর্গকড়ি (১০০ কড়ি = ৬৬ ফুট)
১ বর্গমাইল = ১৯৩৬ বিঘা।
১ বর্গমিটার = ৪.৭৮ গণ্ডা (প্রায়) = ০.২৩৯ ছটাক (প্রায়)
১ এয়র = ২৩.৯ ছটাক (প্রায়)।
আয়তন পরিমাপের মেট্রিক এককসমূহ
১০০০ ঘনসেন্টিমিটার = ১ ঘন ডেসিমিটার
১০০০ ঘন ডেসিমিটার = ১ ঘনমিটার
১ ঘন মিটার = ১ স্টেয়র
১০ ঘনস্টেয়র = ১ ডেকাস্টেয়র
আয়তনে মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক
১ স্টেয়র = ৩৫.৩ ঘনফুট (প্রায়)
১ ডেকাস্টের = ১৩.০৮ ঘনগজ (প্রায়)
১ ঘনফুট = ২৮.৬৭ লিটার (প্রায়)
১ ইঞ্চি= ২.৫৪ সেন্টিমিটার (প্রায়)
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১০০ এয়র = ১ হেক্টর
১ হেক্টর = ১০০০ বর্গমিটার
১ ঘন মিটার = ১০,০০,০০০ ঘন সেন্টিমিটার
১ বর্গমিটার = ১০.৭৬
২.৪৭ একর =১ হেক্টর।
১ লিটার = ১০০০ ঘন সেন্টিমিটার
১ লিটার = ০.২২ গ্যালন (প্রায়)
১ গ্যালন = ৪.৫৫ লিটার (প্রায়)
১ কি.গ্রাম = ২.২ প.
১ কুইন্টাল = ১০০ কিলােগ্রাম
১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কি. গ্রাম।
১ এয়র = ১ বর্গমিটার = ১০০ বর্গমিটার
১ বর্গফুট = ১৪৪ বর্গইঞ্চি।
১ বর্গগজ = ৯ বর্গফুট
১ বর্গচেইন = ৪৮৪ বর্গগজ (১চেইন = ২২ গজ)
0 Response to "পরিমাপ ও ক্ষেত্রফলের বিভিন্ন একক । সাধারন জ্ঞান "
Post a Comment