পাওয়ার বাটন ছাড়াই আপনার এন্ড্রয়েড মোবাইল চালু/বন্ধ করুন। ( Android Mobile on/off Without Power Button )

আমাদের স্মার্টফোনে সবচেয়ে বেশি চাপ পড়ে পাওয়ার বাটনের উপরে।  মোবাইল অন/অফ করতে বা স্ক্রিন লক করে রাখতে আমরা পাওয়ার বাটন ব্যবহার করি।  আর এই অধিক চাপের কারনে অনেক মোবাইলে এর দেখা যায় পাওয়ার বাটন টাই সাবার আগে অকেজো হয়ে পড়ে।  পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে মোবাইল চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে আপনি একটু বুদ্ধি খাটিয়ে চাইলে পাওয়ার বাটনের পরিবর্তে ভলিউম বাটন দিয়ে পাওয়ার বাটনের কাজটা করে নিতে পারেন। এতে আপনার এন্ড্রয়েড মোবাইলটি পাওয়ার বাটন ছাড়াই স্ক্রিন লক/আনলক করতে পারেন।  তার জন্য আপনাকে শুধু একটি এপ্স ইন্সটল দিতে হবে। 

প্লেস্টোরে ( Volume button use to power button )  লিখে সার্চ করলে এই রিলেটেড অনেক এপ্স পেয়ে যাবেন।  অবে আমি সাজেস্ট করব ( Volume Power)  এই এপ্সটি ব্যবহার করতে পারেন।  

এপ্সটি প্লেস্টোর থেকে ইন্সটল করার পর ওপেন করুন।


✅⬜ Boot
✅⬜ Screen Off 


এই দুইটা মার্ক করে দিন।  Screen Off  মার্ক করার সময় Active Device Administration?  এক্টিভ করতে বলবে এক্টিভ করে দিন। 
এরপর,
>> Enable/Disable Volume Power এখানে ক্লিক করে Enable করে দিন।

এখন আপনার নটিফিকেশন বারে দেখুন Turn Off Screen নামে একটি অপশন চলে এসেছে এখানে ক্লিক করে আপনি স্ক্রিন লক করে দিতে পারেন। আবার স্ক্রিন অন করতে আপনার ভলিউম বাটনে চাপুন তাহলেই।  স্ক্রিন অন হয়ে যাবে। 

একন কথা হচ্ছে আপনার মোবাইলটি যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে আরেক বিপদ।  কারন বলিউম বাটন দিয়ে স্কিন লক/আনলক করতে পারলেও মোবাইল অন/অফ করা যাবে না। 

তার জন্য আমি আপনাদের একটি ছোট বুদ্ধু দিতে পারি।  যার ফলে মোবাইল বন্ধ হয়ে গেলেও কোন সমস্যা ছাড়াই চালু করতে পারবেন। 

প্রথমে আপনার মোবাইল এর ভলিউম ডাউন বাটন এ চাপ দিয়ে দরে  রেখে তারপর পাউয়ার ব্যংক অথবা চার্জার প্লাগ লাগান। যে পর্যন্ত মোবাইল অন না হয় ভলিউম ডাউন বাটন চাপ দিয়ে দরে রাখুন। 

এভাবে খুব সহজেই আপনার মোবাইল চালু করতে পারেন পাউয়ার বাটন ছাড়াই। 

কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না আমি অবশ্যই রিপ্লে দিয়ে আপনার সমস্যা সধান করার চেষ্টা করব।
ধন্যবাদ। 
Share This

0 Response to "পাওয়ার বাটন ছাড়াই আপনার এন্ড্রয়েড মোবাইল চালু/বন্ধ করুন। ( Android Mobile on/off Without Power Button )"

Post a Comment

AD