তৈরি করুন নিজের ওয়েবসাইট। ধারাবাহিক পর্ব ২।


ওয়েবসাইট কি?  কিভাবে কাজ করে তা নিয়ে আগের একটি আর্টিকেলে আলোচনা করেছি।
ওয়েব সাইট কি ? কিভাবে কাজ করে । ধারাবাহিক পর্ব আর্টিকেলটি দেখে আসতে পারেন।  আমি বলেছিলাম আমি ওয়েবসাইট তৈরি করা শিখাব পরবর্তী পর্ব থেকে কিন্তু কিছু ব্যস্ততায় আর লিখা লিখি করতে পারি নাই।
আমরা জানি ওয়েবসাইট তৈরী করতে প্রয়োজন ১. ডোমাইন ২.  হোস্টিং ৩.  প্রগ্রামিং দক্ষতা
আমরা যারা নতুন ওয়েব সাইট তৈরি করতে চায় বা শখের বসে চাই একটা ওয়েবসাইট খুলতে তাদের এই তিনটির হয়ত একটিও নেই বা টাকা খরচ করে ডোমাইন হোস্টিং কিনতে চান না এবং প্রগ্রামিং এর কিছুই জানেন না!  তাই বলে আপনি আপনার ওয়েবসাইট খুলতে পারবেন না!  অবশ্যই পারবেন।
অনলাইনে অনেক প্রতিস্ঠান (ওয়েবসাইট) আছে যারা ফ্রিতে আপনাকে আপনার একটি ওয়েবসাইট খুলার সুযোগ করে দেয়।
তারা ফ্রিতে ডোমাইন হোস্টিং দিয়ে থাকে।  এবং আপনার প্রগ্রামিং দক্ষতা ছাড়াই একটি ফ্রি থিম দিয়ে ওয়েব পেইজ ডিজাইন করতে পারেন।
ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায় এমন কিছু সাইট:,,,
👉Wordpress.Org
ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে।
সুবিধাঃ নিজেস ডাটাবেইজ।
দারুন দারুন সব প্লাগইন ইনস্টল করে ওয়েবসাইটকে আরো সয়ংক্রিয় করে তোলা যায়।
এটির রয়েছে বিশাল থিম ভান্ডার। তাই থিম নিয়ে আপনাকে কখনো চিন্তা করতে হবে না।
আরো আছে প্লাগিন কিংবা থিম কাষ্টমাইজেশন সুবিধা। যার সাহায্যে আপনি আপনার নিজের মত করে সাইটকে সাজাতে পারবেন।
ব্লগ পোষ্ট ও স্ট্যাটিক পেইজ সুবিধা
একসাথে একাধিক ব্যাবহারকারীর ব্লগিং সুবিধাসহ ইত্যাদি আরো অনেক !


অসুবিধা ঃ  যেহেতু এটি একটি সোর্স মাত্র তাই ডোমেইন, হোস্টিং এবং ইন্সটল করার যামেলা আছে।
👉Wordpress.com
WordPress.com একটি ফ্রি ওয়েবব্লগ হোস্টিং প্রভাইডার। যেটি ওয়ার্ডপ্রেস সফট্ওয়্যার দ্বারা পরিচালিত।
সুবিধা 
সাধারণত একটি ওয়েবসাইট বানাতে গেলে আমাদের অবশ্যই একটি ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন। যেগুলি আমাদেরকে অর্থের বিনিময়ে কিনে নিতে হয়। কিন্তু WordPress.com এমন একটি প্রতিষ্টান যারা আপনাকে ফ্রি সাব-ডোমেইনসহ ৩গিগাবাইট স্পেসযুক্ত হোস্টিং দিবে। এবং এদের প্রদত্ত সাব-ডোমেইন/হোস্টিং – এ ওয়ার্ডপ্রেস সেটাপ দেয়াই থাকে। তাই আপনাকে ওয়ার্ডপ্রেসে ব্লগিং করার জন্য ডোমেইন বা হোস্টিং কোনটাই কিনতে হবে না। আপনি শুধুমাত্র wordpress.com এ একটা একাউন্ট রেজিষ্ট্রেশনের মাধ্যমেই এটি পাবেন। আর আমরা এই টিউটোরিয়ালটির মাধ্যমে শিখব কিভাবে wordpress.com এ রেজিষ্ট্রেশন করে নিজের একটি ব্লগিং সাইট বানানো যায়।
অসুবিধা ঃ  নিজের কোন ডাটাবেজ থাকবে না।  ইচ্ছা মত ডিজাইন করতে পারবেন না।
👉Wapka.com
মোবাইল দিয়ে ওয়েবসাইট খুলার ধারুন একটি সাইট wapka।  মোটামুটি প্রগ্রামিং জানলেই মনের মত একটি সাইট খুলে নিতে পারবেন।
সুবিধা : ডোমেইন হোস্টিং এর কোন ঝামেলা নাই।  সাবডোমাইন ফ্রি ইচ্ছা করলে নিজের কিনা যে কোন ডোমাইন যোগ করা যাবে।  মোবাইল দিয়ে ওয়েবসাইট খুলার জন্য এটি সেরা।
অসুবিধা : নিজেস ডাটাবেজ পাবেন না।
👉Blogger:  ব্লগার গুগলের একটি সেবা।  এটি ব্যবহার করে আপনি একটি ব্লগ ওয়েবসাইট খুলতে পারবেন খুব সহজেই।
👆সুবিধা অসুবিধা Wordpress.com এর মতই। 
আগামী পর্ব থেকে Wapka দিয়ে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। 
Share This

0 Response to "তৈরি করুন নিজের ওয়েবসাইট। ধারাবাহিক পর্ব ২। "

Post a Comment

AD