আপনার ওয়েবসাইটে যোগ করুন কাউন্টডাউন কোড স্ক্রিপ্ট ( Best Countdown Javascript Code )

 

Countdown demo

আপনার ওয়েব সাইটে প্রতিদিন কতজন ভিজিটর আসছে এবং তারা কত সময় ধরে আপনার ওয়েবসাইটের পেজগুলোতে থাকছে তার ওপর ভিত্তি করেই আলেক্সা রেংকিং বৃদ্ধি পায়। 

আপনার ওয়েব সাইটে আপনি কোন আর্টিকেল লেখার পর ওই আর্টিকেলটি ভিজিটরের ঠিক কত সময় ধরে দেখেছেন সেটি জানার জন্য আপনি চাইলে আপনার ওয়েবসাইটে একটি কাউন্টডাউন স্ক্রিপ্ট ব্যবহার করে সহজেই ডিটেক্ট পারেন। 

তাছাড়া আপনার ই-কমার্স বা অন্য কোন ওয়েবসাইটে একটি নির্দিষ্ট সময় থাকার পর কোন কোড বা নাম্বার দেখাতে চাইলে এই কাউন্টডাউন স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন। 

এখানে ডেমু দেখুনঃ

Time on Site:

আপনার ওয়েবসাইটে এই কাউন্টডাউন স্ক্রিপ্ট যোগ করতে CSS, HTML,  Javascript এই তিনটি কোড এড করতে হবে। 

নিচের বক্সের CSS কোডটি আপনার </hader>  ট্যাগ এর আগে যোগ করে দিন। 

এবার আপনি যে জায়গায় কাউন্টডাউন দেখাতে চান সেখানে নিচের HTML কোডটি যোগ করে দিন। 

HTML কোডটি যোগ করা হয়ে গেলে নিচের Javascript কোডটি </body> ট্যাগ এর আগে যে কো জায়গায় যোগ করে দিন।

এই প্রক্রিয়ায় ব্লগার বা এইচটিএমএল পেজগুলোতে এই স্ক্রিপ্টটি কাজ করবে। ওয়ার্ডপ্রেস বা Php ওয়েবসাইটে যোগ করতে অবশ্যই Php ট্যাগ ব্যবহার করুন। এইচটিএমএল কোড পিএইচপিতে কিভাবে যোগ করতে হয় সেটি না জানলে অবশ্যই কমেন্ট করুন বা আমাদের পেজ এ মেসেজ করুন। 


এই স্ক্রিপ্টে এক মিনিট কাউন্ট ডাউন হবে তারপর একটি রেন্ডম নাম্বার বা কোড দেখাবে। আপনি চাইলে কাউন্টডাউন শেষ হওয়ার পর আপনার ইচ্ছা মত নাম্বার বা কোড দেখাতে পারেন। পরবর্তী আর্টিকেলে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং জাভাস্ক্রিপ্টে দিয়ে আপনার মনের মত কিভাবে কাউন্টডাউন তৈরি করতে পারেন সেটিও দেখাবো। 

টপএক্সপার্টবিডি থেকে কপি করতে কম্পিউটার / লেপটপ থেকে টেক্সট এরিয়া থেকে সম্পূর্ণ কোড সিলেক্ট করুরন ctr+A দিয়ে তারপর ctr+C দিয়ে কপি করুন।  মোবাইল থেকে কপি করতে টেক্সট এরিয়া থেকে সম্পূর্ণ কোড সিলেক্ট করে রিদ্মিক কিবোর্ড থেকে C চেপে ধরে রাখুন।  ধন্যবাদ কপি করতে সমস্যা হলে কমেন্ট বা আমাদের ফেইসবুক পেইজে মেসেজ করুন। 

Share This

0 Response to "আপনার ওয়েবসাইটে যোগ করুন কাউন্টডাউন কোড স্ক্রিপ্ট ( Best Countdown Javascript Code )"

Post a Comment

AD