এক নজরে ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড-পরিসংখ্যান

 

ব্রাজিল বনাম আর্জেন্টনা

বাংলাদেশের ফুটবল প্রেমিদের বড় একটি অংশ হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সামার্থক । ল্যাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই দুটি দল মুখোমুখি মানেই অন্যরকম এক আমেজ তৈরি হয় ।


 চলছে কোপা আমেরিকার ৪৭তম আসর । এই আসরে এই পর্যন্ত সবচেয়ে বেশি গোল দাতা লিওনেল মেসি । এখনো যদিও মুখোমুখি হয়নি তারা, কিন্তু ব্রাজিল ইতিমধ্যে ফাইনালে চলে গেছে এখন শুধু আর্জেন্টিনার ভাগ্যর উপর নির্ভর করছে  চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল ফাইনালে মুখোমুখি হবে কিনা । আসুন এই দুই  চিরপ্রতিদ্বন্দ্বী দলের রেকর্ড-পরিসংখ্যান জেনে নেয়া যাক।

বিশ্বকাপ

ব্রাজিল ফুটবলের বিশ্বকাপে রেকর্ড পাঁচ বার জয়ী হয়েছে, ১৯৫৮ সালে, ১৯৬২ সালে, ১৯৭০ সালে, ১৯৯৪ সালে ও ২০০২ সালে এবং একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১৯৭০ সালে তৃতীয় বার বিশ্বকাপ জয় করার পর ব্রাজিল জুলে রিমে ট্রফি স্থায়ীভাবে নিজেদের করে নেয়।


আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল, যারা এপর্যন্ত ২ বার (১৯৭৮ এবং ১৯৮৬) বিশ্বকাপ জয়লাভ করেছে। 

 কোপা আমেরিকা

 কোপা আমেরিকায়ও ব্রাজিল সফল দল, যেখানে তারা ৯টি (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭ এবং ২০১৯) শিরোপা জয়লাভ করেছে।

কোপা আমেরিকা আর্জেন্টিনা অন্যতম সফল দল, যেখানে তারা ১৪টি (১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১ এবং ১৯৯৩) শিরোপা জয়লাভ করেছে। 

ফিফা কনফেডারেশন্স কাপ

ব্রাজিল ৪ বার ফিফা কনফেডারেশন্স কাপ (১৯৯৭, ২০০৫, ২০০৯ এবং ২০১৩) জয়লাভ করেছে; যা উক্ত প্রতিযোগিতার সর্বোচ্চ।

আর্জেন্টিনা কনফেডারেশন কাপ জিতেছে ১ বার ।


অনূর্ধ্ব পর্যায়ে ব্রাজিলের অর্জন:-


১. অলিম্পিক গোল্ড মেডেল জিতেছে ১ বার।

২. প্যান আমেরিকান গেমসের শিরোপা জিতেছে ৪ বার।

৩. কনমেবল প্রি অলিম্পিক টুর্নামেন্ট শিরোপা জিতেছে ৭ বার।

৪. ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ জিতেছে ৫ বার।

৫. ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জিতেছে ৪ বার।


৬. সাউথ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ জিতেছে ১১ বার।

৭. সাউথ আমেরিকান অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ- ১২ বার।

৮. সাউথ আমেরিকান অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপ- ৫ বার।

৯. সাউথ আমেরিকান গেমস- ০ বার


অন্যদিকে অনূর্ধ্ব পর্যায়ে আর্জেন্টিনার অর্জন-


১. অলিম্পিক গোল্ড মেডেল জিতেছে ২ বার।

২. প্যান আমেরিকান গেমসের শিরোপা জিতেছে ৭ বার।

৩. কনমেবল প্রি অলিম্পিক টুর্নামেন্ট শিরোপা জিতেছে ৫ বার।

৪. ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ জিতেছে ৬ বার।

৫. ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জিতেছে ০ বার।


৬. সাউথ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ জিতেছে ৫ বার।

৭. সাউথ আমেরিকান অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ- ৪ বার।

৮. সাউথ আমেরিকান অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপ- ১ বার।

৯. সাউথ আমেরিকান গেমস- ২ বার


ট্যাগঃ

আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে

copa america semi final 2021

copa america 2021 winner

brazil vs argentina record all time

argentina biggest loss list in football history

brazil biggest defeat in football history

brazil vs argentina head to head all match

brazil vs argentina head to head in world cup

আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে

আর্জেন্টিনা শেষ কবে বিশ্বকাপ জিতেছে

আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা জিতেছে

আর্জেন্টিনা কতবার চ্যাম্পিয়ন

কে কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে

ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড

আর্জেন্টিনার ১১ গোল খাওয়ার রেকর্ড

ব্রাজিল শেষ কবে বিশ্বকাপ জিতেছে

বেড়াজাল

বেড়াজাল অর্থ ব্রাজিল গুগলে

Share This

1 Response to "এক নজরে ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড-পরিসংখ্যান"

  1. khankir pola sprouts gigs a scam kore kaj des...tor adsense ar ads a hoga martasi dara

    ReplyDelete

AD