ডাউনলোড করুন সেরা কমেডি মুভি "খিলাড়ি" ( Khiladi Ankush Full Movie)

 

খিলাড়ি মুভি পোস্টার  

আগের একটি পোস্টে বলেছিলাম বাংলা সেরা কমেডি মুভি গুলোর ডাউনলোড লিংক আপনাদের মাযে শেয়ার করব।  সেই ধারাবাহিকতায় আজকের আয়োজনে থাকছে বাংলা সেরা কমেডি মুভি খিলাড়ি।          

খিলাড়ি মুভিটি আমার দেখা সেরা বাংলা কমেডি মুভি গুলোর মধ্যে একটি ছিল  ।  যারাই এই মুভিটি দেখেছে তারাই প্রশংসা করেছেন।  খিলাড়ি মুভিটি ২০১৩ সালে মুক্তি পায়। ব্যবসাসফল এই মুভিটি হয়ত অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন মুভিটা বেশকয়েকবার দেখার পরো আবার দেখতে ইচ্ছে করে। যারা এখনো দেখান নাই তারা এখনি ডাউনলোড করে অথবা এখান থেকেই দেখে নিতে পারেন। 

ছবিটিতে অঙ্কুশ,  নুসরাত জাহান,  খারাজ মুখার্জি সহ অনেকেই অভিনয় করেছেন।  পুরু মুভি জুড়েই ছিল অঙ্কুশ আর খারাজ মুখার্জির কমেডি আর টান টান উত্তেজনা।  শুধু কমেডিই ছিল না ছিল আবেগ ভালোবাসাই ভরপুর। 

খিলাড়ি মুভিটি গল্প ছোট করে বলতে গেলে দুইটি পরিবারকে নিয়েই কাহিনীর সুত্রপাত। দুইটি পরিবার ভিন্ন ধর্মের।  আদিত্য চৌধুরীর বোন বিয়ে করে এক মুসলিম পরিবারের ছেলেকে এই নিয়েই দুই পরিবারের মধ্য শুত্রুতা চলতে থাকে।  অঙ্কশ দুই পরিবারকে এক করতেই আদিত্য চৌধুরীর বাড়িতে ঠাকুর সেজে আদিত্য চৌধুরীর  বাডিতে যাই।  এই নিয়েই গল্প এগোতে থাকে।  এখনো মুভিটি দেখে না থাকলে এখনি দেখে ফেলুন। 

Khiladi Bangla Movie Download Link                          




Tag: 

khiladi ankush movie review, khiladi ankush full movie download, khiladi 2013 movie, khiladi movie link, khiladi full movie download, খিলাড়ি মুভি লিংক,  খিলাড়ি মুভি ডাউনলোড লিংক, Bangla comedy movie,  Ankush comedy movi,  Comedi movi list, kharaj Mukherjee comedy, Nustat jahan romantic movie,           


👍Vote 0/10



Share This

0 Response to "ডাউনলোড করুন সেরা কমেডি মুভি "খিলাড়ি" ( Khiladi Ankush Full Movie)"

Post a Comment

AD