বেলাশেষের জনপ্রিয়তা শেষে আসছে বেলাশুরু।

টালিউডে ২০১৫ সালে যে ছবিটি যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মন জয় করে সীমান্ত পেড়িয়ে বাংলা দেশেও তমুল জনপ্রিয় হয়েছিল সেই ছবিটি হচ্ছে বেলাশেষে। বিশেষ করে সে ছবির ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি চলে আসে সবচেয়ে জনপ্রিয় গানের তালিকায়। বেলাশেষের নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় এবার সে ছবিরই সিক্যুয়াল নির্মানের ঘোষণা দিলেন।
গত বুধবার এক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নতুন সিনেমাটির ঘোষণা দেন তারা।
আর তাই সবার মুখে মুখে এখন এক কথা। বেলাশেষে-র পর এবার আসছে ‘বেলাশুরু’। সেই শিবপ্রসাদ-নন্দিতা জুটির পরিচালনায় নির্মিত হবে এই সিনেমা।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেছেন, ‘আগামী ৩০ নভেম্বর থেকে শুটিং শুরু করবো আমরা। কলকাতা, শান্তিনিকেতন এবং বাংলাদেশে শুটিং হবে। নিখাদ প্রেমের গল্প নিয়ে এই সিনেমা।’ এদিন ‘বেলাশুরু’ সিনেমার ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, পরম ভরসার দুটি হাত পরস্পরকে আঁকড়ে রয়েছে।
ওপার বাংলার এই ছবি ঘটা করে মুক্তি পেয়ছিল বাংলাদেশেও। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, আনন্দ, শ্যামলী আর শাহীন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এর আগে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে এশিয়াটিক ধ্বনি-চিত্র লি. ও জিরোনা বাংলাদেশ। বাংলাদেশে ছবিটির পরিবেশনার দায়িত্বে ছিল প্রতিষ্ঠান দুটি। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং প্রযোজক অতনু রায় চৌধুরী ও প্রভাত দে।
সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামী ঘোষ, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মতো গুণী শিল্পীরা।

এক প্রৌঢ় দম্পতির সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালকরা। মূল দুই চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। ছবিতে আরো  অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রানী দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মনামি ঘোষ প্রমুখ।
এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় তৈরি করেন ‘ঘরে-বাইরে’ ছবিটি। ওই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন সৌমিত্র ও স্বাতীলেখা। এর ৩০ বছর পর ‘বেলাশেষে’ ছবিতে আবারও একসঙ্গে অভিনয় করেছেন তারা। 
শুধু কলকাতা নয় বাংলাদেশের অনেকেই অপেক্ষা করছেন 'বেলাশুরু' দেখার জন্য ।
Share This

0 Response to "বেলাশেষের জনপ্রিয়তা শেষে আসছে বেলাশুরু।"

Post a Comment

AD